ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৃষ্টির পানিতে ডুবে গেছে চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৫:১৬, ২৪ জুলাই ২০১৭

বৃষ্টির পানিতে ডুবে গেছে চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ টানা বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামে। শ্রাবণের বৃষ্টি যেন ঝর ঝর ঝরছে। রবিবার সকাল পৌনে সাতটা থেকে অঝোরে বৃষ্টি ঝরছে। বিভিন্ন স্কুলে প্রাতঃবিভাগে পড়ুয়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলেও অভিভাবকরা না ভিজে ফিরে আসতে পারেনি বাসা পর্যন্ত। এর আগেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। নগরীর নি¤œাঞ্চলগুলো অতিবৃষ্টির কারণে মাত্র ঘণ্টা খানেকের বৃষ্টিতে টইটুম্বুর রাস্তা ও আশপাশ এলাকা। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই আবার বাসায় ফেরার পালা। সকাল থেকেই অতিবৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের কোল ঘেঁষতে পারেনি। নগরীর নি¤œাঅঞ্চলই নয় অতিবৃষ্টিতে অনেক পাহাড়ী এলাকাও পানির ঢলে ভেসেছে। বিশেষ করে পাহাড়তলী এলাকা নগরীর উঁচু এলাকা হিসেবে খ্যাত হলেও বিভিন্ন স্থানে পাহাড়ী ঢলের পানি জমে জলমগ্ন হওয়ার ঘটনায় নগরবাসী হতবাক হয়েছে। নগরীর ষোলশহর দুই নং গেট এলাকায় পানি জমে গাড়ি চলাচল করতে পারেনি জিইসি থেকে বহদ্দার হাট পর্যন্ত। সাগরিকা মোড় থেকে বড়পুল পর্যন্ত পোর্ট কানেকটিং রোড প্রায় হাঁটু পানিতে ডুবে গেছে। বড়পুল থেকে আগ্রাবাদ লাকি প্লাজা এমনকি কমার্স কলেজ পর্যন্ত পানিতে থই থই অবস্থা। কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি হওয়ায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নৌকায় ভর করতে হয়েছে রাস্তায় থাকাদের। যারা আর্থিক কষ্টে ও পরিবহন চালকদের উচ্চ ভাড়ার কারণে পায়ে হেঁটে জল মাড়িয়ে বাসায় ফিরতে হয়েছে। আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় এক মা তার মেয়েকে নিয়ে কোমর পানিতে গা ভিজিয়ে বাসায় ফিরতে দেখা গেছে। এদিকে, নগরীর চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া যেন অল্প বৃষ্টিতে তলিয়ে যায়। চট্টগ্রাম ও মহসিন কলেজসহ চকবাজার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসায় ফিরেছে রিক্সা ও রিক্সাভ্যানে। মেয়েরা চট্টগ্রামের রাস্তায় রিক্সাভ্যানে চড়ে কলেজ বা স্কুল থেকে ঘরে ফেরার চিত্র এ বৃষ্টিতে দেখা গেছে।
×