ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাবিরোধীদের দুঃশাসন জনগণ আর চায় না ॥ মোশাররফ

প্রকাশিত: ০৫:১৬, ২৪ জুলাই ২০১৭

স্বাধীনতাবিরোধীদের দুঃশাসন জনগণ আর চায় না ॥  মোশাররফ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দেশের জনগণ আর স্বাধীনতাবিরোধীদের দুঃশাসন চায় না-উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। মুক্তিযোদ্ধাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাদের সম্মানে আশানুরূপ ভাতাবৃদ্ধিসহ প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করবে। রবিবার রাজশাহীর মোহনপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন তিনতলা ভবনটি এলজিইডির তত্ত্বাবধানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে কারা দেশের উন্নয়ন করে আর কারা উন্নয়নে বাধা দেয়। বিএনপি সরকারও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা মুক্তিযোদ্ধাদের কিছুই দিতে পারেনি। তাই দেশের জনগণ আর স্বাধীনতাবিরোধীদের দুঃশাসন চায় না। কারণ জনগণ জানে তারা জ্বালাও-পোড়াও এর রাজনীতি করে। মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও জনগণের মুখে হাসি ফুটাতে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে তিনি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
×