ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শতভাগ পাস ৫৩২ শিক্ষা প্রতিষ্ঠানে, ফেল ৭২টিতে

প্রকাশিত: ০৪:৩৯, ২৪ জুলাই ২০১৭

শতভাগ পাস ৫৩২ শিক্ষা প্রতিষ্ঠানে, ফেল ৭২টিতে

স্টাফ রিপোর্টার ॥ এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সকল শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩২টি। অন্যদিকে সকলে ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭২টি। এবার সকল শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের থেকে ৩১৬টি কমেছে। আর সবাই ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৭টি। খাতা মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে এসএসসির মতো এবার এইচএসসিতেও ফল বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাসের হার গতবারের ৭৪ দশমিক ৭০ শতাংশ থেকে কমে হয়েছে ৬৮ দশমিক ৯১ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০ হাজার ৩০৭ জন। ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গত বছর এ সংখ্যা ছিল ৮৪৮টি। আর ২০১৫ সালে এক হাজার ১৩৩টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। এবার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৫টি। সবাই ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার মধ্যে ঢাকা বোর্ডে ১৭টি, শতভাগ পাস ৪০টি। রাজশাহীতে সকলে ফেল করা প্রতিষ্ঠান ১১টি, সকলে পাস করা প্রতিষ্ঠান ২২টি। কুমিল্লায় সকলে ফেল করা প্রতিষ্ঠান ৩টি, সকলে পাস করেছে ৭টি প্রতিষ্ঠানে। যশোরে সকলে ফেল করেছে ৪টি প্রতিষ্ঠানে, সকলে পাস করেছে ৪১টিতে। চট্টগ্রামে সকলে ফেল করেছে এমন প্রতিষ্ঠান নেই, শতভাগ পাস করেছে ১টিতে। বরিশালে শতভাগ ফেল করেছে ২টিতে, শতভাগ পাস ৬টিতে। সিলেটে শতভাগ ফেল নেই একটিতেও, শতভাগ পাস ৮টিতে। দিনাজপুরে শতভাগ ফেল ১৬টিতে, শতভাগ পাস ১১টিতে। মাদ্রাসায় শতভাগ ফেল ১০টিতে, শতভাগ পাস ২৫০টিতে। কারিগরিতে শতভাগ ফেল নেই। শতভাগ পাস করেছে ১৪৬ প্রতিষ্ঠানে।
×