ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন বছর রিয়ালে থাকবেন রোনাল্ডো ॥ জিদান

প্রকাশিত: ০৪:২৮, ২৪ জুলাই ২০১৭

তিন বছর রিয়ালে থাকবেন রোনাল্ডো ॥ জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতি মৌসুমেই গুঞ্জনটা ছড়িয়ে পড়ে। রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলে যেতে পারেন ক্লাব ছেড়ে। এবারও ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন তিনি এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু স্প্যানিশ এ জায়ান্ট ক্লাবের কোচ জিনেদিন জিদান দাবি করলেন আরও অন্তত ২/৩ বছর রিয়ালেরই খেলোয়াড় থাকবেন রোনাল্ডো। এ পর্তুগীজ ফরোয়ার্ড বার্নাব্যু ছেড়ে কোথাও যাচ্ছেন না সেটাও নিশ্চিত করলেন তিনি এ মন্তব্যের মাধ্যমে। বর্তমানে প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় ম্যানইউয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে রিয়াল। এর আগেই জিদান কথা বলেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড রোনাল্ডোকে নিয়ে। বর্তমানে এ পর্তুগীজ সুপারস্টার আছেন ছুটিতে। জিদান তার বিষয়ে বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে কেন্দ্র করে প্রচুর কথাবার্তা শুনছি চারদিকে। এসব আলোচনায় অনেকেই বলছেন ক্রিশ্চিয়ানো চলে যেতে চাইছেন। কিন্তু আমি শুধু একটি বিষয়ের ওপর পুরোপুরি বিশ্বস্ত, সেটা হচ্ছে তিনি বেশ স্বাচ্ছন্দ্যে আছেন। আমি তার সঙ্গে কথা বলেছি। সে আপাতত ছুটিতে আছে এবং তিনি আগামী ৫ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন। আমি অন্য অনেকের মতোই সব আলোচনা শুনে যাচ্ছি। কিন্তু শুধু একটা বিষয় নিয়েই চিন্তা করছি যে ক্রিশ্চিয়ানো আরও কি দিতে পারবেন রিয়ালকে সেটা নিয়ে। আমার মনে হয় তিনি আগামী ২/৩ বছর আমাদের সঙ্গেই থাকবেন। এরপর হয়তো চলে গেলেও যেতে পারেন। সেটাও নিশ্চিত নয়।’ যুক্তরাষ্ট্র সফরে রিয়াল বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে। বুধবার লস এ্যাঞ্জেলেসে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চরম প্রতিপক্ষ বার্সিলোনার বিরুদ্ধেও শনিবার আরেকটি প্রীতি ম্যাচ রয়েছে রিয়ালের। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোটি অনুষ্ঠিত হবে মায়ামিতে আগামী মাসে। রোনাল্ডো সেই ম্যাচেই আবার রিয়ালের জার্সি গায়ে নামবেন। জিদান বলেন, ‘আমাদের সঙ্গে পুরো একটা বছর খুব ব্যস্ততায় কাটানোর পর বড় ছুটি পাওয়া তারজন্য অবশ্যম্ভাবী ছিল। তার সময়মতোই ফিরে আসতে হবে এবং আমরা দেখব কখন আবার তিনি খেলার মতো অবস্থায় থাকেন। আমি নিশ্চিত যে কোন সময় তিনি খেলার জন্য প্রস্তুত।’ লা লিগায় গত মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করার পাশাপাশি রিয়াল টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করে। এ দুই মুকুট ধরে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ জিদান। তিনি বলেন, ‘আমরা জানি যেটা অর্জন করেছি সেটা সত্যিই বিস্ময়কর। আমরা সেটার জন্য নিজেদের সেরা চেহারাতেই থাকার জন্য সচেষ্ট।’ ইউরোপিয়ান সুপার কাপ লড়াইয়ের দিকে এখন মনোযোগ জিদানের। এর মধ্যে ৮ আগস্ট খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেও। এ বিষয়ে তিনি বলেন, ‘সবসময়ের মতোই আমরা খেলতে নামব জয় তুলে নেয়ার চেষ্টায়। এক্ষেত্রে কোন পরিবর্তন নেই চিন্তাধারায়। এই ক্লাবের একটা ইতিহাস আছে। আমরা জানি যে শিরোপা জয় সবসময়ই অনুপ্রাণিত করে। এ কারণে আমরা এ বছরও সেই একই প্রচেষ্টায় থাকব।’ জিদান অবশ্য নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান রাইটব্যাক ড্যানিলো রিয়াল ছেড়ে যাচ্ছেন। ২৬ বছর বয়সী এ ডিফেন্ডার ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছেন। এ বিষয়ে জিদান বলেন, ‘ড্যানিলো চলে গেছেন এবং আলভারো মোরাতাও।’ স্প্যানিশ স্ট্রাইকার মোরাতা ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ ক্লাব চেলসিতে চুক্তি স্বাক্ষর করেছেন।
×