ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাবল জয়ের স্বপ্ন আবাহনীর

প্রকাশিত: ০৪:২৬, ২৪ জুলাই ২০১৭

ডাবল জয়ের স্বপ্ন আবাহনীর

আগামী ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দশম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। কোচ দ্রাগো মামিচের অধীনে পুরোদমে অনুশীলন করছে ঢাকা আবাহনী লিমিটেড। তরুণ আর অভিজ্ঞদের নিয়ে দল দারুণ ভারসম্যপূর্ণ হওয়ায় এবারও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী কোচ। আর খেলোয়াড়রাও চান নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিতে। বিপিএল মানেই যেন ধানম-ির জায়ান্টদের একক আধিপত্য। কারণ আগের হওয়া ৯ আসরের ৫টির শিরোপাই গেছে তাদের ঘরে। তাইতো কাঠ ফাটা রোদের মধ্যেও নিবিড় অনুশীলনে ব্যস্ত আকাশী-নীল জার্সিধারীরা। ঢাকা আবাহনী কোচ মামিচ বলেন, ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলেই চাপটা কিন্তু আমাদের ওপরই থাকবে। গতবারের দলটার চেয়ে এই দলটা একেবারেই ভিন্ন। অভিজ্ঞ আর তারুণ্যের মিশ্রণে দারুণ ভারসম্যপূর্ণ দল ঢাকা আবহনী। তবে সেটা কাগজে-কলমে। মাঠের খেলায় ছেলেদের অবশ্যই সেরাটা দিতে হবে।’ আগের কোচ জর্জ কোটানের ফর্মেশন ৪-৪-২ এ মৌসুমের প্রথম শিরোপা ফেডারেশন কাপ জিতেছিল আবাহনী। দলে রয়েছেন বাদশা, রুবেল মিয়া, সোহেল কিংবা শাহেদের মতো ফুটবলার। তবে মূল একাদশে দেখা মিলতে পারে রায়হান, ইয়াসিন, ফয়সাল, মামুন মিয়াদের। আর দুই বিদেশী কোটায় থাকছেন ঢাকার মাঠের পরীক্ষিত মুখ ল্যান্ডিং ডার্বোয়ে ও এমেকা ডার্লিংটন। গোলপোস্টের নিচে থাকছেন দেশসেরা গোলকিপার শহীদুল আলম সোহেল। তাকে রক্ষা করার দায়িত্ব পরীক্ষিত ডিফেন্ডার রায়হান-নাসির-সামাদ ইউসুফের। মিডফিল্ডারে ওয়ালী-প্রাণতোষ সঙ্গে এ্যাটাক লাইনআপ জীবন-এমেকা-সানডেদের। মামিচ পুরো মৌসুমে ধরে রাখতে চান ধারাবাহিকতা। তবে নাবীব নেওয়াজ জীবনের ইনজুরি আর অনুর্ধ-২৩ দলের ফুটবলারদের পেতে দেরি হওয়ায় চিন্তিত তিনি। এদিকে খেলোয়াড়রাও প্রস্তুত নিজের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে দলকে ভাল ফল এনে দিতে। আগামী ২৮ জুলাই নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা আবাহনীর বিপিএলের হেক্সা মিশন। তবে তার আগে বেশকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ধানম-ির জায়ান্টদের। এবার বিদেশী ফুটবলারের কোটা কমেছে। তিনজনের জায়গায় খেলতে পারবেন মাত্র দু’জন। সেজন্য কিছুটা বেকায়দায় আছেন মামিচ। শেখ জামাল, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী এবং মোহামেডানকে শিরোপার রেসে আকাশী-নীলদের বড় বাধা মানছেন এই ক্রোয়েশিয়ান কোচ।
×