ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল

সাদা-কালো শিবিরের দৃষ্টি লীগ শিরোপায়

প্রকাশিত: ০৪:২৫, ২৪ জুলাই ২০১৭

সাদা-কালো শিবিরের দৃষ্টি লীগ শিরোপায়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মোহামেডান’ শব্দটিই যথেষ্ট ক্লাবটির ঐতিহ্য, আবেগ, আর ভালবাসা প্রকাশ করতে। তবে দিনে দিনে জৌলুসহীন হয়ে পড়েছে ত্রিশের দশকে প্রতিষ্ঠিত এই ক্লাবটির। ভুলেই গেছে বড় আসরের শিরোপার স্বাদ। তবে এবার দেশের পরীক্ষিতদের দলে টেনে জানান দিয়েছে ভাল কিছুর। সর্বশেষ কবে কোন্ আসরের শিরোপা জিতেছিল মোহামেডান? এমন প্রশ্নের উত্তরে মোহামেডানের অন্ধ সমর্থকদেরও ভাবতে হবে বেশ কিছুক্ষণ। ২০১৪ সালে। ক্লাবের শোকেসে সর্বশেষ ঢুকেছিল স্বাধীনতা কাপের শিরোপা। এরপর শুধুই হাহাকার। যে ক্লাবকে নিয়ে ফুটবল ভক্তদের আবেগ-উন্মাদনা, স্টেডিয়ামের গ্যালারি দুই ভাগে বিভক্ত, সেই মোহামেডান গত মৌসুম লীগ শেষ করে টেবিলের দশে থেকে (১২ দলের মধ্যে)। প্রিমিয়ার লীগের শিরোপা যেন মরীচিকা হয়ে গেছে সাদা-কালোদের কাছে। ২০০২ সালে শেষবার লীগ শিরোপা জিতেছিল তারা (তখন নাম ছিল প্রিমিয়ার ডিভিশন লীগ)। পেশাদার লীগের টাইটেল এখনও হাতে উঠেনি তাদের। গত দুই মৌসুমে ভাল দল না গড়লেও এবার দেশের অভিজ্ঞদের দলে টেনেছে। কোচের দায়িত্বে আনা হয়েছে ভারতের পরীক্ষিত সৈয়দ নাইমউদ্দিনকে। নাইমউদ্দিন জানান, ‘একটা ভাল ফলের জন্য সময় দরকার। লম্বা সময় একসঙ্গে পরিশ্রম করতে হবে। সবাইকে এক সুতোয় বাঁধতে হবে। আমরা চেষ্টা করছি। কিছু সমস্যা আছে। সবারই এমন সমস্যা আছে। তবে লীগে ধারাবাহিকতা ধরে রাখা বেশি জরুরী। ভারতীয় এই কোচকে লড়াইয়ে পুঁজি দিচ্ছেন এমিলি, তকলিস, মামুন খান, লিংকনদের মতো জাতীয় দলের প্রতিনিধিরা। লীগে দুই বিদেশী খেলানোর নতুন নিয়মে স্থানীয়দের নিয়ে কিছুটা এগিয়ে থাকছে মতিঝিলের ক্লাবটি। নাইমউদ্দিন আরও জানান, ‘দল নিয়ে বলতে গেলে আমি আশাবাদী। প্রতি বিভাগে অভিজ্ঞ কিছু ফুটবলার আছে। তরুণ উদীয়মানও আছে। কম্বিনেশন গঠন করাটায় বড় বিষয়। এখন সময় লাগবে কিছু। শুরুর কিছু ম্যাচ গুরুত্বপূর্ণ।’ অনুশীলনের অভাবে ফেডারেশন কাপে ভাল ফল করেনি মোহামেডান। ছিটকে পড়তে হয় কোয়ার্টার ফাইনাল থেকেই। লীগের আগে লম্বা সময় পেয়ে দলের কম্বিনেশন গড়ে নিয়েছে ম্যানেজমেন্ট। মাঠের লড়াইয়ে এখন সেরাটার অপেক্ষা।
×