ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব সাঁতারে যুক্তরাষ্ট্রের কেটি লিডেকির নতুন রেকর্ড

প্রকাশিত: ০৪:২৩, ২৪ জুলাই ২০১৭

বিশ্ব সাঁতারে যুক্তরাষ্ট্রের কেটি লিডেকির নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার শুরু হয়ে গেছে ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসের ইনডোর ইভেন্ট। দুয়েকটি ইভেন্টের ফাইনালও হয়ে যাবে গভীর রাতে। তবে এর আগে হিটেই নয়া রেকর্ড গড়েছেন ২০ বছর বয়সী মার্কিন সাঁতারু কন্যা কেটি লিডেকি। চ্যাম্পিয়নশিপসের নতুন রেকর্ড গড়ার পথে তিনি রিও ডি জেনিরো অলিম্পিকে গত বছর করা নিজের রেকর্ডকেই পেছনে ফেলেছেন। ৪০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে রাতে নতুন বিশ্বরেকর্ড গড়বেন এমনটাই ধারণা করছেন সবাই। অপরদিকে একই রাতে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ পদকের জন্য বহুল আকাক্সিক্ষত লড়াইয়ে নামবেন অস্ট্রেলিয়ার ম্যাক হর্টন ও চীনের সান ইয়াং। হর্টন গত অলিম্পিকে খর্ব করে দিয়েছিলেন সানের আধিপত্য। তারপর বিভিন্ন মন্তব্য করে সানকে পুরোপুরি উত্তেজিত করে রেখেছেন তিনি। বিশেষ করে সানের ২০১৪ সালে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে যে তিন মাসের নিষেধাজ্ঞা ছিল সেই খোঁচাটা বারবারই দিয়েছেন হর্টন। এবার বুদাপেস্টে ফিনা বিশ্ব সাঁতারে লড়াইয়ে নামার আগে আরেকবার সেই কথা বলে পরিবেশটাকে তাতিয়ে দিয়েছেন এ অস্ট্রেলিয়ান সাঁতারু। এবার পুলের লড়াইয়েও দু’জনের মধ্যে একটা কঠিন লড়াই থাকবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ পেয়ে যেতে পারেন অন্য কেউ। কারণ হিটে এ দু’জনের কেউ তেমন সুবিধা করতে পারেননি। অস্ট্রিয়ার ফেলিক্স অবোক ৩ মিনিট ৪৪.১৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। সান অবশ্য দ্বিতীয় হয়েছেন ০.৩৬ সেকেন্ড পিছিয়ে থেকে। কথায় বেশ পারদর্শী হলেও রিও অলিম্পিক চ্যাম্পিয়ন হর্টন আট ফাইনালিস্টের মধ্যে হয়েছেন পঞ্চম। তিনি ১.৪১ সেকেন্ড বেশি সময় নিয়েছেন অবোকের চেয়ে। হর্টন অবশ্য জানিয়েছেন তিনি বেশ স্নায়ুচাপের মধ্যে ছিলেন। নিজের হিটে তৃতীয় হয়ে কোনক্রমে এই ইভেন্টের ফাইনালে উঠেছেন তিনি। আর সান জানিয়েছেন তিনি ফাইনালের জন্য তেমন কোন লক্ষ্যস্থির করেননি। তিনি বলেন, ‘আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং আমি এই হিটকে প্রস্তুতি হিসেবে নিয়েছি। সন্ধ্যার (বাংলাদেশ সময় রাতে) জন্য আমি কোন লক্ষ্য স্থির করিনি।’ কিন্তু হর্টন জানিয়েছেন রাতে তিনি অবশ্যই সবচেয়ে দ্রুততম হতে চান। মূল নজর এবার থাকবে মহিলাদের সাঁতারে। এবার ‘মহিলা ফেলপস’ নামে খ্যাতি পাওয়া মিসি ফ্র্যাঙ্কলিন নেই। তিনি ২০১৩ সালের বিশ্ব সাঁতারে ৬ স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়নশিপস রেকর্ড গড়েছিলেন। এবার সেটা ছুঁয়ে ফেলতে পারেন লিডেকি। মার্কিন এ স্বর্ণকন্যা রেকর্ড ভাঙ্গা-গড়ার মেশিন হিসেবে বিবেচিত হয়েছেন। তিনিই মহিলাদের ফ্রিস্টাইল ইভেন্টগুলোর হিট এবং ফাইনালে অন্যতম তারকা। ছয়টি ইভেন্টে অংশ নেবেন ২০ বছর বয়সী এ তরুণী। টানা তিনি নামবেন ২০০, ৪০০, ৮০০ এবং ১৫০০ মিটার ব্যক্তিগত ফ্রিস্টাইল ইভেন্টে। এর পাশাপশি ৪ী১০০ এবং ৪ী২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টেও দেখা যাবে তাকে। ইতোমধ্যেই রবিবার অনুষ্ঠিত ৪০০ মিটার ফ্রিস্টাইলের হিটে বুঝিয়ে দিয়েছেন লিডেকি নতুন কোন রেকর্ড গড়তে চলেছেন ফাইনালে। কারণ হিটেই এদিন চ্যাম্পিয়নশিপস রেকর্ড গড়েছেন। দুই বছর আগে রিও বিশ্ব সাঁতারে যে টাইমিং গড়েছিলেন তারচেয়ে ৩ সেকেন্ড কম সময় নিয়েছেন। হিটে লিডেকির টাইমিং ছিল ৩ মিনিট ৫৯.০৬ সেকেন্ড। এটি নিজের গড়া বিশ্বরেকর্ডের চেয়ে ৩ সেকেন্ড কম। কিন্ত লিডেকি জানিয়েছেন বিশেষ অনেক কিছুই দেয়ার বাকি আছে তার। তিনি বলেন, ‘প্রথম হয়ে বের হয়ে আসা সবসময়ই ভাল ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে রাতে আরও ভাল কিছু দিতে পারব। আমি এই চ্যাম্পিয়নশিপসকে লক্ষ্য রেখে সারা বছর ধরেই চেষ্টা চালিয়ে গেছি। এখন সেসবের প্রতিফলন এখানে দেখাতে চাই।’ অলিম্পিক ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন এডাম পিয়েটি ১০০ মিটারের সেমিফাইনালে উঠেছেন ৫৮.২১ সেকেন্ড সময় নিয়ে। যুক্তরাষ্ট্রের কোডি মিলার ও কেভিন করডেস ছিলেন তার পেছনে। গত বছর রিওতে পিয়েটি ৫৭.১৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এবার সেটা ভেঙ্গে ফেলার লক্ষ্য তার। সেমিতে অবশ্য এরচেয়ে অনেকটাই বেশি সময় নিয়েছেন।
×