ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ইনজুরিতে মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৪:২৩, ২৪ জুলাই ২০১৭

এবার ইনজুরিতে মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ফিটনেস ক্যাম্প করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের নির্ভরযোগ্য এ অলরাউন্ডার জিমনেশিয়ামে ওয়েট ট্রেনিং করতে গিয়ে রবিবার ইনজুরিতে পড়েন। পিঠের মাংশপেশিতে টান লাগে তার। এই মাসে শেষ পর্যন্ত যে ফিটনেস ক্যাম্পে হবে তাতে আর মাহমুদুল্লাহর যোগ দেয়া হচ্ছে না তা নিশ্চিত। প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে অস্ট্রেলিয়া থেকে আসার পর ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু হবে। আগস্টের শুরুতে সেই ট্রেনিংয়ে যোগ দেবেন মাহমুদুল্লাহ। ওয়েট ট্রেনিং করতে গিয়ে পেশিতে টান লাগে। শুরুতে অল্প ব্যথা অনুভূত হয়। এরপর ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। পরে মাহমুদুল্লাহকে দ্রুত এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যতদূর জানা গেছে, ব্যথার আসল ধরন জানতে সিটি স্ক্যান করিয়ে কতদিন পর মাঠে ফিরতে পারবেন মাহমুদুল্লাহ তা নিশ্চিতভাবে জানা যাবে। তবে জানা গেছে, এমন চোট কোন ক্রিকেটার পেলে কম করে হলেও এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হয়। এরপর ধীরে ধীরে কয়েকদিনের রিহ্যাব করে আবার পুরো উদ্যমে খেলা শুরু করা যায়। মাহমুদুল্লাহর বেলাতেও তাই হবে। এ মাসে আর ট্রেনিংয়ে ফিরতে পারছেন না মাহমুদুল্লাহ। আগস্টের শুরুতে ধীরে ধীরে অনুশীলন করে তারপর পুরোদমে খেলায় ফিরতে পারবেন তিনি। ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে ফিটনেস ট্রেনিং করছেন ক্রিকেটাররা। এখন শুধু ফিটনেস ট্রেনিংই চলছে। ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু হবে আরও পরে। ২৮ জুলাই পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। এরপর হাতুরাসিংহে বাংলাদেশে ফিরলে শুরু হবে ব্যাটিং-বোলিং অনুশীলন। ফিটনেস ক্যাম্প চললেও জাতীয় দলে এখন নেই কোন ফিজিও। যাকে ক্রিকেটারদের খুব দরকার ছিল। বাংলাদেশ দলের ফিজিও হচ্ছেন তিহান চন্দ্রমোহন। যিনি অস্ট্রেলিয়ায় দুর্ঘটনার কবলে পড়েছেন। হাসপাতালে ভর্তি আছেন। তাই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য চলমান ক্যাম্পে চন্দ্রমোহন নেই। এ মুহূর্তে অস্ট্রেলিয়ায় থাকা চন্দ্রমোহন কবে আসবেন তা অবশ্য জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। চন্দ্রমোহন যে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে আছেন তা জানা গেছে অস্ট্রেলিয়ায় থাকা হাতুরাসিংহের মাধ্যমে। বিসিবি হাতুরাসিংহে থেকেই জেনেছে। চন্দ্রমোহনকে ছাড়া ক্রিকেটাররাও তাই অনেকটাই বিপাকে পড়ে আছেন। ফিটনেস ট্রেনিং হচ্ছে ঠিক। কিন্তু ফিজিও না থাকায় শরীর পুরোদমে ঠিক রাখার ব্যাপারটিতে ব্যাঘাত ঘটছে। রুবেল হোসেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ইংল্যান্ড থেকে দেশে ফেরেন ইনজুরি নিয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের পরে চোখে চোট পান বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। চোট পাওয়ার পর অস্ত্রপচার করানো হয় রুবেলের। ডাক্তারের নির্দেশ অনুযায়ী দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয় রুবেলকে। তবে ইনজুরি থেকে সেরে রবিবার আবার মাঠে ফিরেন। ক্যাম্পে যোগ দেন। কিন্তু তার এ ক্যাম্পে যোগ দেয়ার দিনে ইনজুরিতে পড়েন মাহমুদুল্লাহ। এরআগে সাকিব আল হাসানও চোট পান। ফিটনেস ক্যাম্পের শুরুতে পায়ে আঘাত পান সাকিব। তবে মাঠে নয় বনানীর বাড়িতে এ ব্যথা পান। সিঁড়িতে হাটতে গিয়ে পায়ে ব্যথা পান। সেই ব্যথা খুব গুরুতর কিছু নয়। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও জ্বরে পড়েন। এ ক্রিকেটারদের ইনজুরির সময় সবচেয়ে বেশি দরকার ছিল ফিজিও চন্দ্রমোহনকে। কিন্তু তিনি নেই। যদি তিনি থাকতেন তাহলে চোট পাওয়া ক্রিকেটারদের ভালভাবে দেখভাল করতে পারতেন। যা দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে কাজে দিত। ফিজিও’র আগমন নিয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন আগেই জানিয়েছিলেন, ‘ফিজিও নিজে অফিসিয়ালি যদিও আমাদের কিছু জানাননি, তবে আমরা জানতে পেরেছি তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। এখন হাসপাতালে আছেন।’ ফিজিও না থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না বলেও দাবি করেছিলেন সিইও। বলেছিলেন, ‘বিসিবির ফিজিও-ডাক্তাররা আছেন। জাতীয় দলের সঙ্গে কাজ করেছে এমন ফিজিও আছে। তারাই আপাতত ছেলেদের দেখভাল করছেন। আমরা তার (চন্দ্রমোহনের) সুস্থতার জন্য অপেক্ষা করছি। আশা করছি সুস্থ হয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’ এখনও সেই যোগাযোগ হয়নি। এরমধ্যে আবার ইনজুরিতে পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ।
×