ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাকমা বর্ণমালা প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:০৯, ২৪ জুলাই ২০১৭

চাকমা বর্ণমালা প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৩ জুলাই ॥ রাঙ্গামাটিতে ৪৩ জন চাকমা শিক্ষার্থীকে মাসব্যাপী চাকমা বর্ণমালা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলর ভালেদী’ জেলার ১০ উপজেলা থেকে ৪৩ জন শিক্ষার্থীকে মাসব্যাপী বিনামূল্যে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ শেষে রবিবার শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সনদপত্র বিতরণী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদীর প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিয় চাকমা। এতে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বক্তব্য দেন। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ভ্যান গাড়ি, হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করা হয়। রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইল চেয়ার, দরিদ্র দুস্থ পরিবারের মাঝে ৮৮টি সেলাই মেশিন ও ৪৫টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিন দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
×