ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগমারায় দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

প্রকাশিত: ০৪:০৪, ২৪ জুলাই ২০১৭

বাগমারায় দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় দু’গ্রুপের সংঘর্ষে স্কুলশিক্ষক ও নারীসহ ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেনÑ উপজেলার চকমহব্বতপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আমির আলী, হাবিবুর রহমান, আবুল হোসেন, আনিছুর রহমান, ইসমাইল হোসেন, সাইদুর রহমান, এনামুল হক, মোস্তাকিম হোসেন, ইউসুফ আলী, ইব্রাহিম হোসেন, আয়েন উদ্দীন, আজিজুল ইসলাম। অবস্থার অবনিত হওয়ায় আহতদের মধ্যে এনামুল হকসহ নয়জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ভাড়াটে হিসেবে অংশগ্রহণ করার জন্য স্থানীয় লোকজন শহীদুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ জানায়, উপজেলার চকমহব্বতপুর গ্রামের হাবিবুর রহমান ও আয়েন উদ্দীনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আয়েন উদ্দীন বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে ওই জমি দখলের জন্য প্রাচীর নির্মাণের চেষ্টা করে। ওই সময় হাবিবুর রহমানের লোকজন বাধা দিতে গেলে আয়েন উদ্দীনের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে হাবিবুর রহমান ও তার লোকজনকে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় স্থানীয়রা ধাওয়া করে শহীদুল ইসলাম নামের একজনকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে। শহীদুল ইসলাম উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার শুকুর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
×