ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

প্রকাশিত: ০৪:০৩, ২৪ জুলাই ২০১৭

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোন উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১। -বিজ্ঞপ্তি এইচএসসিতে সাফল্যের খবরে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা রবিবার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে উল্লাস প্রকাশ করে। এ বছর ১৮৯৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮৯৩ জন পাস করে। পাসের হার ৯৯.৮৯ শতাংশ। এইচএসসি পরীক্ষায় ভাল ফলের ধারাবাহিকতা অক্ষুণœ রেখেছে ট্রাস্ট কলেজ। ট্রাস্ট কলেজ অন্যান্য বছরের ন্যায় এবারও এইচএসসির ফলে সাফল্য অর্জন করেছে। মোট ৩২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবারের এইচএসসি পরীক্ষায়। এর মধ্যে অর্ধশত জিপিএ-৫ সহ পাসের হার প্রায় ৯৮ শতাংশ।
×