ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইস্টার্ন ভার্সিটিতে প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠাবিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৪:০২, ২৪ জুলাই ২০১৭

ইস্টার্ন ভার্সিটিতে প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠাবিষয়ক কর্মশালা

ইস্টার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনার কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ২২ জুলাই ‘প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সততা প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়নে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক এবং এর সমস্যা ও সমাধান নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। ধানম-িতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেকেপের সাবেক সদস্য অধ্যাপক ড. মুহিবুর রহমান। প্রশিক্ষক ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, মোঃ আজিজুল ইসলাম, উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ট্রেজারার মোহাম্মদ সিদ্দীক হোসাইন, রেজিস্ট্রার আবুল বাশার খান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২০ সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। সবশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ইস্টার্ন ইউনিভার্সিটি আইকিউএসির অতিরিক্ত পরিচালক ফকির তাজুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×