ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর গবেষণা

ফলিক এসিড প্রতিরোধ করবে শিশুর জন্মগত ত্রুটি

প্রকাশিত: ০৪:০২, ২৪ জুলাই ২০১৭

ফলিক এসিড প্রতিরোধ করবে শিশুর জন্মগত ত্রুটি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের উদ্যোগে ‘স্ট্রেনদিং অব হসপিটাল নিউবর্ন কেয়ার থ্রো এক্সপানডিং দি ন্যাশনাল নিউনেটাল পেরিনেটাল ডাটাবেজ (এনএনপিডি) এ্যান্ড নিউবর্ন বার্থ ডিফেক্ট (এবিবিডি) সার্ভিলেন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় দেখা যায়, নবজাতক বা শিশুর জন্মগত ত্রুটি মা হতে ইচ্ছুক এমন মায়েরাসহ গর্ভবর্তী মায়েরা ফলিক এসিড ব্যবহার করলে অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। বিএসএমএমইউ জন্মগত ত্রুটির গবেষণা অনুযায়ী প্রতি একশ-তে ৪ জন নবজাতকের জন্মগত ত্রুটি লক্ষ্য করা যায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ হার বিশ্বব্যাপী জন্মগত ত্রুটি প্রতি একশ-তে ৩-৬ শতাংশ। এই গবেষণায় ১৪টি মেডিক্যাল প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এই গবেষণার মাধ্যমে জন্মগত ত্রুটির কারণ শনাক্তকরণ এবং প্রতিরোধকমূলক ব্যবস্থা এবং জন্মগত ত্রুটি হলে তার চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি আরও সুন্দরভাবে করা সম্ভব হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান এ তথ্য জানান। তিনি আরও বলেন, আমরা ২০১৫ সালের মধ্যে এমডিজি-৪ অর্জন করেছি। এখন আমাদের টার্গেট এসডিজি অর্জন করা। এই এসডিজি অর্জন করতে হলে প্রতিরোধকমূলক রোগের ওপর জোর দিতে হবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত চলমান এ গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক পুনর্মূল্যায়ন সভার (রিভিউ মিটিং) আয়োজন করা হয়। রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ডিজিটাল লাইব্রেরিতে আয়োজিত রিভিউ মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। জ্বর হলেই চিকুনগুনিয়া নয় ॥ কামরুল হাসান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, চিকুনগুনিয়া নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জ্বরে আক্রান্ত হলেই রোগীরা মনে করেন তার চিকুনগুনিয়া হয়েছে। এ ধরনের ধারণা সঠিক নয়। দেয়ালধসে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের ফুটপাথের দেয়াল ধসে নিহত পারভীন আক্তার (৪৫)-এর পরিবারকে রবিবার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×