ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী পিতা-পুত্র নিহত

প্রকাশিত: ০৪:০১, ২৪ জুলাই ২০১৭

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী পিতা-পুত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ জুলাই ॥ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুপুত্রসহ পিতা নিহত হয়েছে। শিশুটির মা আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার মহাদেবপুর উপজেলার নওহাটামোড় হক পেট্রোল পাম্পের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের পাঠানপাড়া এলাকার সাইফুল ইসলাম তার স্ত্রী ও তাদের ৭ বছরের শিশু পুত্র আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যায়। শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় লোকজন নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দিলে চিকিৎসকরা স্বামী-স্ত্রীকে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করেন। রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে নিহত শিশুটির পিতা সাইফুল ইসলামেরও মৃত্যু হয়। নিহত সাইফুলের স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। সিরাজগঞ্জে একই পরিবারের ৩ জন স্টাফ রিপোর্টার. সিরাজগঞ্জ থেকে জানান, শনিবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল গোল চত্বরে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত এবং একজন আহত হয়েছে । জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি লরি ৪ পথচারীকে চাপা দেয়। এ ঘটনায় বাবা রওশন আলম (৩৫) ও দুই ছেলে সিয়াম (৭) ও তানিম (২) ঘটনাস্থলেই নিহত হয় এবং মা জলি (২৭) গুরুতর আহত হয়। শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল নির্মাণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৩ জুলাই ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জীর নামে হাসপাতাল নির্মাণ নিয়ে যে জটিলতা ও ধূম্রজাল সৃষ্টি হয়েছে তা নিরসনপূর্বক নড়াইলের মাটিতেই ‘শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল’ নির্মাণ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় আদালত সড়কে সচেতন নড়াইলবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ‘শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল’ নির্মাণের দাবি রেখে বক্তব্য দেনÑ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট গোলাম নবী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, খোন্দকার মাসুদ হাসান, রমা রায়, সাংবাদিক সাথী তালুকদার প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট রওশন আরা লিলি, শাহাবাদ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্নাসহ রাজনৈতিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেয়।
×