ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরিদপুরে উন্নত জাতের আখ আবাদ

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ জুলাই ২০১৭

ফরিদপুরে উন্নত জাতের আখ আবাদ

ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন এলাকায় উন্নত জাতের আখ আবাদ করছে কৃষকরা। আর কৃষকদের এসব আখ ও ক্ষেতের পোকা দমন কর্মসূচীতে অংশ নিচ্ছে ফরিদপুর সুগার মিলের কর্মকর্তা ও মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মীরা। সদর উপজেলার চ-িপুর এলাকার বিপুল ঘোষের ১০ একর জমিতে চাষ করা হয়েছে উন্নত জাতের আখ। এর মধ্যে ঈশ্বরদী ২৬, ঈশ্বরদী ৩৬, ঈশ্বরদী ৩৯, ঈশ্বরদী ৪০ ও ঈশ্বরদী ৪৪ অন্যতম। রবিবার দুপুরে ফরিদপুর সুগার মিলের ব্যবস্থপনা পরিচালক মোঃ আকমল হোসেন এ আখ ক্ষেত পরিদর্শনে আসেন। তিনি জানান, আমরা জেলাব্যাপী উন্নত জাতের আখ চাষে কৃষকদের সরাসরি সহযোগিতা করে যাচ্ছি। এসব ক্ষেতে চাষীরা আখ চাষের আধুনিক কলা-কৌশল প্রয়োগ করে উন্নত জাতের বীজ ও সার প্রয়োগ করে চাষ করা হচ্ছে। তিনি জানান, সেক্স ফেরোমন হরমোন ব্যবহার করে পোকা দমনে ব্যবস্থা করা হচ্ছে। -নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ব্যাংক এশিয়া ও ইউএনডিপির মধ্যে চুক্তি ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে ব্যাংকিং সুবিধা সহজে ও দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে ব্যাংক এশিয়া ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) একযোগে কাজ শুরু করেছে। রবিবার রাজধানীর ঢাকার পুরানা পল্টনের ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার ইউএনডিপি অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশকে উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটি সেক্টর, বিশেষ করে প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ অত্যন্ত জরুরী। -কূটনৈতিক রিপোর্টার
×