ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড়ি করতে খরচের ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসীরা

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ জুলাই ২০১৭

বাড়ি করতে খরচের ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসী বাংলাদেশীদের জন্য দেশে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ঋণ সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসী বাংলাদেশীরা দেশে বাড়ি বানাতে মোট খরচের ৭৫ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ নিতে পারবেন। আগে মোট খরচের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেয়ার সুযোগ ছিল। রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ; যা বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে ২০১৫ সালের ৬ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশীদের বাড়ি নির্মাণে ঋণ সুবিধা দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই সার্কুলারে বলা হয়েছিল- বাড়ি বানানোর ক্ষেত্রে ব্যাংক ঋণের অতিরিক্ত যে খরচ হবে, সেই অর্থ (মূলধন) প্রবাসীরা নিজেদের প্রেরিত রেমিটেন্স অথবা তাদের বৈদেশিক উৎসে খোলা সঞ্চয়ী হিসাব থেকে দিতে পারবে। ঋণের গ্যারান্টি হিসেবে প্রবাসীর সঞ্চয়ী হিসাব, জমির দলিলপত্র বা তৃতীয়পক্ষের গ্যারান্টি জমা দিতে হবে। ঋণের কিস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রেরিত রেমিটেন্স এবং বাড়ি ভাড়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এছাড়া অন্য কোন আয়ের উৎস থাকলেও সেটি বিবেচনা করবে ঋণদাতা ব্যাংক। এছাড়া ঋণের প্রদানের ক্ষেত্রে স্বাভাবিক সকল নিয়মকানুন যথাযথভাবে পরিপালন করতে হবে। মুখ থুবড়ে পড়েছে পাবনার কাঁচি শিল্প অর্থনৈতিক রিপোর্টার ॥ কাপড়সহ বিভিন্ন জিনিস কাটতে প্রয়োজন হয় কাঁচির। বাংলাদেশের মধ্যে একমাত্র পাবনাতেই তৈরি হয় লোহার কাঁচি। এক সময়ে পাবনার লোহার তৈরি কাঁচি শিল্পের সুনাম ছিল দেশজুড়ে। কিন্তু লোহার দাম বৃদ্ধি, শ্রমিক সংকট, সরকারী সহযোগিতার অভাবসহ নানা কারণে মুখ থুবড়ে পড়েছে সম্ভাবনাময় এই শিল্প। সংশ্লিষ্টদের দাবি, সরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে পাবনার ঐতিহ্যবাহী কাঁচি শিল্প।
×