ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবলিক সার্ভিস দিবসে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ জুলাই ২০১৭

পাবলিক সার্ভিস দিবসে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সম্মেলন কক্ষে কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদিরের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (অর্থ), পরিচালক (উৎপাদন ও বাণিজ্য), মহাব্যবস্থাপক (রাবার) ও কর্পোরেশনের সচিবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিএফআইডিসির আওতাধীন সকল রাবার বাগানের মাঠ পর্যায় হতে প্রতিদিন ল্যাটেক্স উৎপাদন, মাঠ পর্যায়ের শ্রমিক/কর্মচারীদের উপস্থিতি মনিটরসহ কর্মকর্তা/কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্ভাবনী কার্যক্রমের অংশ হিসেবে রাবার গার্ডেন ম্যানেজমেন্ট সফটওয়্যার চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। -বিজ্ঞপ্তি ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবি স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে জাতীয় স্বার্থ পরিপন্থী ধারা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ। সংগঠনটি এসব দাবি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। রবিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন ৩ দফা দাবি উত্থাপন করে মাসব্যাপী এই আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম। সংগঠনটির পক্ষে অভিযোগ করে বলা হয়, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০১৫ এর কতিপয় ধারা জাতীয় স্বার্থ পরিপন্থী। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমাধানে গেজেট প্রকাশিত হচ্ছে না।
×