ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সামুদ্রিক মাছের উৎপাদন দুই-তৃতীয়াংশ হ্রাস

প্রকাশিত: ০৩:৪৫, ২৪ জুলাই ২০১৭

সামুদ্রিক মাছের উৎপাদন দুই-তৃতীয়াংশ হ্রাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে সামুদ্রিক মাছের উৎপাদন দুই-তৃতীয়াংশ কমেছে। গত তিন দশক আগে মোট উৎপাদনের প্রায় ৫০ শতাংশ মাছ আসত বঙ্গোপসাগর থেকে। কিন্তু এখন তা কমে ১৬ শতাংশে নেমে এসেছে। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও মৎস্য গবেষক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন। সামুদ্রে মাছ উৎপাদন কমে যাওয়ার জন্য কোন নিয়ম-নীতি না মেনে জেলেদের মাছ ধরার প্রবণতাকে দায়ী করেছেন মৎস্য গবেষক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেও মাছ উৎপাদন কমে গেছে বলেও জানিয়েছেন তিনি। বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির মাছের ঘনত্ব এবং প্রাচুর্য নিরূপণের জন্য গত বছর জরিপ শুরু করে বাংলাদেশ মৎস্য অধিদফতর। এই জরিপ কমিটির বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বৈজ্ঞানিক ভিত্তিতে ম্যাক্সিমাম সাসটেনেবল ইল্ড মাত্রা সংরক্ষণ করতে হবে। এসএমএএস সার্ভিস চালু করল বিবিএস স্টাফ রিপোর্টার ॥ সাধারণ নাগরিকদের অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সর্বশেষ তথ্য জানাতে মোবাইল এসএমএএস (মেসেজ) সার্ভিস চালু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মাধ্যমে মোট জনসংখ্যা, ভোক্তা মূল্যসূচক (সিপিআই), মাথাপিছু আয় এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির সর্বশেষ তথ্য জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে ইংরেজীতে ‘বিবিএস নিউজ’ (বড় হাতের অক্ষরে) লিখে ১৬১০৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি মেসেজে এ সংক্রান্ত বিবিএসের সর্বশেষ তথ্য পাওয়া যাবে। এসএমএস প্রতি খরচ হবে ১ টাকা ১৫ পয়সা। রবিবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (সিড) সচিব কে এম মোজাম্মেল হক এই এসএমএস সার্ভিসের উদ্বোধন করেন। বিবিএস মহাপরিচালক আমীর হোসেন, অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাশ, মাহমুদা বেগম এবং এবিএম জাকির হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, টেলিটক ব্যবহারকারীরা রবিবার রাত থেকে এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য সব অপারেটরের মোবাইল নম্বর ব্যবহারকারীরা আগামী এক সপ্তাহের মধ্যে সার্ভিসটির সুবিধা পাবেন। অনুষ্ঠানে বিবিএসের বিভিন্ন পর্যায়ের ১০ কর্মকর্তাকে পুরস্কার দেয়া হয়। মন্ত্রণালয়গুলোর সঙ্গে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল চালু হয়েছে। এর অংশ হিসেবে দক্ষতার সঙ্গে কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ তারা এ পুরস্কার পান।
×