ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেয়ার কিনবেন প্রাইম ব্যাংক পরিচালক

প্রকাশিত: ০৩:৪৪, ২৪ জুলাই ২০১৭

শেয়ার কিনবেন প্রাইম ব্যাংক পরিচালক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মেরিনা ইয়াসমিন চৌধুরী শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, কোম্পানির এ উদ্যোক্তা পরিচালক কোম্পানির ৯ লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন তিনি। এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক শূন্য ৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ইপিএস কমেছে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জানুয়ারি-জুন ১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী ইপিএস কমেছে কোম্পানিটির। সূত্রমতে, দ্বিতীয় প্রান্তিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা, শেয়ারপ্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ২৫.০৯ টাকা নেগেটিভ এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৭০ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১.০৪ টাকা, এনওসিএফপিএস ছিল ৬.৯২ টাকা নেগেটিভ এবং ৩০ জুন ২০১৬, সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ১৪.৮২ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.১৭ টাকা বা ১৯.৫৪ শতাংশ। এছাড়া গত তিন মাসে (এপ্রিল-জুন ১৭) এ কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। যা আগের বছরে একই সময়ে আয় ছিল ০.৬৪ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×