ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাহিম হোসেনের গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৩:৩৬, ২৪ জুলাই ২০১৭

ফাহিম হোসেনের গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রসঙ্গীতপ্রেমীদের জন্য সন্ধ্যাটি ছিল মনোরম। শিল্পী ফাহিম হোসেন চৌধুরী তার সুর মাধুর্যে ভরিয়ে দিলেন শ্রোতাদের মন-প্রাণ। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শুক্রবার তার একক পরিবেশনা দিয়ে সবাইকে প্রায় দুই ঘণ্টা মায়াবী ইন্দ্রজালে আবিষ্ট করে রাখেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে এ সঙ্গীতসন্ধ্যায় আয়োজন করা হয়। জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার নূরে নাসরীনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিনেতা আবুল হায়াত ও সঙ্গীতজ্ঞ আজাদ রহমান। এরপর শিল্পী ফাহিম হোসেন চৌধুরী শুরু করেন তার একক পরিবেশনা। শুরুতে তিনি পরিবেশন করেন রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ‘তুমি সুন্দর মেঘমালা’। পরে তিনি একে একে পরিবেশন করেন ‘এমন দিনে তারে বলা যায়’, ‘কোলাহল তো বারণ হলো’, ‘ও ভাই কানাই’, ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’, ‘আমার যে দিন ভেসে গেছে’সহ বেশকিছু রবীন্দ্রসঙ্গীত। উপস্থিত শ্রোতা মন্ত্রমুদ্ধের মতো তার গান শোনেন। শিল্পীর সবশেষ পরিবেশনা ছিল রবীন্দ্রসঙ্গীত ‘আকাশ ভরা সূর্য তারা’।
×