ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান;###;মোঃ আনোয়ার হোসেন

প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৩৩, ২৪ জুলাই ২০১৭

প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ জলবায়ু পরিবর্তন প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী? উত্তর : বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমান বৃদ্ধি পাওয়া। প্রশ্ন: বাংলাদেশেরর জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দাও। উত্তর :বাংলাদেশেরর জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো আকস্মিক বন্যা। প্রশ্ন: পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কী কী? উত্তর : পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো হলো - ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি, হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা, খরা, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, নদীর পানিতে লবনাক্ত পানি প্রবেশ, টর্নেডো, নদী ভাঙ্গন প্রভূতি প্রাকৃতিক দূর্যোগ। প্রশ্ন: গ্রীন হাউজ বলতে কী বোঝায়? উত্তর : শীত প্রধান দেশে তীব্র শীতের হাত থেকে গাছপালা রক্ষা করার জন্য কাচের তৈরি ঘরকে ( যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে) গ্রীন হাউজ বলে। প্রশ্ন: গ্রীন হাউজ গ্যাসগুলো কী কী? উত্তর : গ্রীন হাউজ গ্যাসগুলো হলো - মিথেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সি এফ সি (ক্লোরোফ্লরো কার্বন) ইত্যাদি। প্রশ্ন: অভিযোজন কী? উত্তর : জলবায়ু পরিবর্তনের সাথে বিভিন্ন উপায়ে জীবের নিজেকে খাপ খাওয়ানোকে বা টিকে থাকাকে অভিযোজন বলে। প্রশ্ন: বায়ুমণ্ডল কী? উত্তর : বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। প্রশ্ন: বায়ুমন্ডলের জলীয়বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড কিসের মতো কাজ করে? উত্তর : বায়ুমন্ডলের জলীয়বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্রীন হাউজের মতো কাজ করে। প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু কেমন? উত্তর : বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। প্রশ্ন: নবায়নযোগ্য শক্তি কাকে বলে? উত্তর: যেসব শক্তির উৎস নবায়ন করা যায় অর্থাৎ যেসব শক্তির উৎস পৃথিবীতে অফুরন্তএবং তা বার বার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তি বলে। প্রশ্ন: বাংলাদেশে সংঘটিত চারটি প্রাকৃতিক দূর্যোগের নাম লেখ। উত্তর :বাংলাদেশে সংঘটিত চারটি প্রাকৃতিক দূর্যোগ হলো - বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও টর্নেডো। প্রশ্ন: দুটি নবায়নযোগ্য শক্তির উদাহরণ দাও। উত্তর : দুটি নবায়নযোগ্য শক্তি হলো - সৌরশক্তি ও বায়ুশক্তি।
×