ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রানী এলিজাবেথকে দেয়া উপহার সামগ্রীর প্রদর্শনী

প্রকাশিত: ০৩:৩২, ২৪ জুলাই ২০১৭

রানী এলিজাবেথকে দেয়া উপহার সামগ্রীর প্রদর্শনী

রাজকীয় উপহার বা রয়্যাল গিফটস প্রদর্শনীর ২৫তম বার্ষিক সামার ওপেনিং বাকিংহাম প্রাসাদে শনিবার থেকে শুরু হয়েছে। দর্শনার্থীরা এ প্রদর্শনীতে রানী এলিজাবেথকে দেয়া ২০০ বেশি উপহার সামগ্রী দেখতে পাবেন। তিনি এ উপহারগুলো তার ৬৫ বছরের শাসনকালে পেয়েছেন। প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে ডায়নোসরের হাড় থেকে তৈরি একটি পেপারওয়েট ইউনিয়ন ফ্ল্যাগের একটি ব্যাজ যা মহাকাশে পাঠানো হয়েছে। কলাপাতা থেকে তৈরি একটি হ্যান্ডব্যাগ ও বিএএফটিয়ে পুরস্কার। প্রাসাদ থেকে বলা হয়, ১০০ বেশি দেশ ও অঞ্চলের সর্বস্তরের জনগণের দেয়া উপহারগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রধান, কমনওয়েলথের প্রধান ও জাতির প্রধান হিসেবে রানী এলিজাবেথের ভূমিকা তুলে ধরা হচ্ছে। তিনি উপহারগুলো পেয়েছেন বিভিন্ন সময় তার রাষ্ট্রীয় ও যুক্তরাজ্যের বিভিন্ন রাজ্য সফরের সময় প্রদর্শনীর সহকারী কিউরেটর স্যালি গুডস্যার বলেন, তাকে দেয়া সকল দেশের উপহার যথা সম্ভব প্রদর্শনীতে রাখা হয়েছে। Ñসিনহুয়া হারাম আল শরিফ থেকে মেটাল ডিটেক্টর সরানো হতে পারে জেরুজালেমের ধর্মীয় পবিত্র স্থান থেকে বিতর্ক সৃষ্টিকারী মেটাল ডিটেক্টরগুলো সরিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় ইসরাইল রাজি বলে জানিয়েছেন দেশটির এক উর্ধতন কর্মকর্তা। ইসরাইলী সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল ইয়োভ মোদেশাই বিকল্প পরামর্শ নিয়ে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। চলতি মাসে হারাম আল শরিফের কাছে দুই ইসরাইলী পুলিশ নিহত হওয়ার পর সেখানে মেটাল ডিটেক্টরগুলো বসায় ইসরাইলী কর্তৃপক্ষ। এতে ফিলিস্তিনীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়; তাদের অভিযোগ, ইসরাইল পবিত্র ওই স্থানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। -বিবিসি
×