ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাক্রোঁর জনপ্রিয়তা হ্রাস

প্রকাশিত: ০৩:৩২, ২৪ জুলাই ২০১৭

ম্যাক্রোঁর জনপ্রিয়তা হ্রাস

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (৩৯) জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। গত মাসের জনপ্রিয়তার মাত্রা থেকে দশ পয়েন্ট কমে বর্তমানে তা ৫৪ শতাংশেরও ওপরে রয়েছে। রবিবার প্রকাশিত নতুন এক জরিপে বিষয়টি উঠে এসেছে। খবর এএফপির। ম্যাক্রোঁ যদিও বৈশ্বিক পর্যায়ে দৃঢ় অবস্থান সূচনা করেছেন এবং পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তারপরও ক্ষমতা গ্রহণের প্রথম তিন মাসে সমস্যা সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারেননি। তিনি তার ক্ষমতাবলে বাজেটে বরাদ্দ কমানোর জন্য বিরোধীদের ও গণমাধ্যমের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। যেজন্য সেনাপ্রধানের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। ফলে সেনাপ্রধান পদত্যাগ করতে বাধ্য হন। ফ্রান্সের নিরাপত্তা আইনকে আরও কঠোর করার জন্য ম্যাক্রোঁ একটি বিতর্কিত বিল তৈরি করেছেন। যাতে কিছু অধিকার গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিরোধীরা ও কিছু সংবাদপত্র প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতায় উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তান নিয়ে নতুন কৌশল চূড়ান্ত হয়নি ॥ ম্যাটিস আফগানিস্তানে সেনাস্তর ও অন্যান্য সামরিক বিষয়ের বাইরে দেশটির জন্য নতুন কৌশলসংক্রান্ত পরিকল্পনা নিয়ে এখনও বিতর্ক চলছে ট্রাম্প প্রশাসনে। প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস শুক্রবার এ কথা বলেছেন। খবর ফক্স নিউজ অনলাইনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ও তার সামরিক প্রধানদের সঙ্গে দেখা করার একদিন পর তিনি পেন্টাগনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, আমরা আলোচনার গভীরে প্রবেশ করেছি।
×