ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষমা করার সম্পূর্ণ এখতিয়ার আছে ॥ ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৩:৩১, ২৪ জুলাই ২০১৭

ক্ষমা করার সম্পূর্ণ এখতিয়ার আছে ॥ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার অনেকটা দৃঢ়তার সঙ্গে বলেছেন, স্বজন ও সহযোগীদের ক্ষমা করার পূর্ণ ক্ষমতা তাঁর হাতে আছে। এমনকি তিনি নিজেকেও ক্ষমা করার এখতিয়ার রাখেন। গেল বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ যোগসাজশের তদন্তের জবাবে এ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পক্ষে ট্রাম্প এসব কথা বলেন। তবে কয়েক দিন আগে সেশনসকে এ্যানর্টি জেনারেল হিসেবে নিয়োগের জন্য তিনি অনুশোচনা করেন। খবর নিউইয়র্ক টাইমসের। ক্ষুদে ব্লগ টুইটারে শনিবার খুব সকালে কয়েক দফা পোস্টে তিনি বলেন, তবে বর্তমানে ক্ষমার এখতিয়ার প্রয়োগের কোন প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। কিন্তু সুযোগটি তিনি বিকল্প উপায় হিসেবে রেখেছেন। প্রেসিডেন্ট যে কোন ব্যক্তির রাষ্ট্রীয় অপরাধ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু একেবারে নিজেকে অপরাধ থেকে নিষ্কৃতি দিতে পারেন কিনা; সেই কর্তৃত্ব নিয়ে আইনের প-িতদের মধ্যে বিতর্ক রয়েছে। ট্রাম্প এখানে বিশেষভাবে ‘সম্পূর্ণ’ শব্দটা উল্লেখ করেছেন, যার অর্থ তাঁর এই ক্ষমা করার কর্তৃত্বে কোন সীমাবদ্ধতা নেই। টুইটারে তিনি বলেন, যখন সবাই একমত যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমা করার পূর্ণাঙ্গ কর্তৃত্ব রয়েছে, তাঁরা এটা নিয়ে কেনভাবে যে যখন আমাদের বিরুদ্ধে ফাঁস হওয়া তথ্যগুলো এ পর্যন্ত আমাদের একমাত্র অপরাধ। যত্তসব ভুয়া খবর। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট প্রতিবেদন ছেপেছে যে, যখন বিশেষ কাউন্সিল ট্রাম্পের যোগসাজশ নিয়ে তদন্ত তীব্রতর করতে যাচ্ছে, তখন তিনি ও তাঁর উপদেষ্টারা ‘ক্ষমার কর্তৃত্ব’ নিয়ে আলোচনা করেছেন।
×