ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে একই সময়ে ১১৫টি স্কুলে বৃক্ষরোপণ

প্রকাশিত: ০১:১৬, ২৩ জুলাই ২০১৭

মুন্সীগঞ্জে একই সময়ে ১১৫টি স্কুলে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ৬টি উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার একই সময়ে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ১টি করে চারা রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গনে। মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক সায়লা ফারজানা আম গাছের চারা রোপন করে এর শুভ সূচনা করেন। এছাড়া শহরের দেওভোগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইদ্রাকপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়সহ একে এক জেলার ১১৫ প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপন করা হয়। উদ্বোধনী আয়োজনে আরও বৃক্ষ রোপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহা. হারুন-অর-রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুজ্জামান খাঁন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. গোলাম মোস্তফা, জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদর উপজেলা শিক্ষা অফিসার, আব্দুল মতিন ও মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল্লাহ ভূইয়া প্রমুখ। দেওভোগ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এতে অংশ নেন প্রধান শিক্ষক হারুন অর রশীদ, ইদ্রাকপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহবুদ্দিন, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফরিদা খানম, নয়াগাঁও প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাহিদ সুলতানা এবং বৈখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান চোকদার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সংশ্লিষ্টরা। এছাড়াও টংগীবাড়ি, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, গজারিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করা হয়।
×