ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিম্নচাপ কেটে গেলেও সাগর উত্তাল

প্রকাশিত: ০৭:৩৯, ২৩ জুলাই ২০১৭

নিম্নচাপ কেটে গেলেও সাগর উত্তাল

স্টাফ রিপোর্টার ॥ নিম্নচাপ কেটে গেলেও আবহাওয়া অফিস বলছে, সাগর এখনও উত্তাল। উপকূূলীয় এলাকায় ঝড়োহাওয়ার আশঙ্কা করছে তারা। এজন্য নৌচলাচলে এখনও তিন নম্বর সতর্কতা বহাল রাখা হয়েছে। মৌসুমিবায়ুর প্রভাবে সারাদেশে আজও ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া অফিস জানায়, দেশের ওপর মৌসুমিবায়ু অধিক সক্রিয় থাকা এবং সাগরে তা প্রবল থাকায় আজও দক্ষিণের বিভাগসমূহের ওপর অতি ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে চট্টগ্রামের পাহাড়ী এলাকায় অধিক বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ রবিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। শনিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছেÑ সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে মৌসুমিবায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে অসম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমিবায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। শুধু ভারত-বাংলাদেশ নয় একই কারণে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে মিয়ানমারও। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি এবং ঝাড়খ-, দক্ষিণ ওড়িশা, অসম, সিকিম, মেঘালয়সহ উত্তর-পূর্ব ভারতে ভারি বৃষ্টির কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর। মিয়ানমারের ডিপার্টমেন্ট অব মেটেরিওলজি এ্যান্ড হাইড্রোলজির প্রকাশিত তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে মৌসুমিবায়ু শক্তিশালী অবস্থায় রয়েছে। তাই সাগর বেশ উত্তাল। এ কারণে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলাদেশ, ভারত ও মিয়ামানের উপকূলীয় জেলাসমূহের ওপর।
×