ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরাতার মুখে শিরোপা জয়ের প্রত্যয়

প্রকাশিত: ০৬:১৭, ২৩ জুলাই ২০১৭

মোরাতার মুখে শিরোপা জয়ের প্রত্যয়

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই নিশ্চিত ছিল। শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক পর্বটাও সম্পন্ন করে নিলেন আলভারো মোরাতা। এর ফলে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আগামী পাঁচ বছর স্ট্যামফোর্ড ব্রিজেই খেলবেন সাবেক রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ স্ট্রাইকার। ব্লুজদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পেরে দারুণ রোমাঞ্চিত ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলার। প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাবটির হয়ে নিজের সেরাটাই ঢেলে দেয়ার কথা জানালেন তিনি। সেইসঙ্গে প্রতিপক্ষের জালে নিয়মিত গোল করার পাশাপাশি চেলসিকে শিরোপাও জেতানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ প্রসঙ্গে ক্লাবের ওয়েবসাইটে আলভারো মোরাতা বলেন, ‘এখানে আসতে পেরে আমি দারুণ খুশি। এই ধরনের একটি বড় ক্লাবে অংশ হতে পারার অনুভূতি সত্যিই অসাধারণ। এখানে কঠোর পরিশ্রম করতে চাই আমি। যত বেশি সম্ভব গোল করতে ও শিরোপা জিততেই মুখিয়ে আছি আমি।’ শুক্রবার মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হবার পর লন্ডন জায়ান্টসদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন মোরাতা। গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩টি ম্যাচ খেলেন তিনি। আর এই সময়ের মধ্যেই প্রতিপক্ষের জালে ২০ বার বল জড়ান মোরাতা। সেইসঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপার পাশাপাশি স্প্যানিশ লা লিগার শিরোপা জেতাতেও মুখ্য ভূমিকা পালন করেছেন এই স্প্যানিয়ার্ড। স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে মোরাতা ২০ ম্যাচে করেছেন ৯টি গোল। এরমধ্যেই তিনটি ছিল গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। রিয়াল থেকে মোরাতাকে কিনে এনে সন্তুষ্ট চেলসিও। এ বিষয়ে ব্লুজদের টেকনিক্যাল ডিরেক্টর মাইকেল এমেনালো বলেন, ‘মোরাতা ঘরোয়া লীগের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও তার দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাকে পেয়ে আমরা বেশ আনন্দিত। ইতোমধ্যেই মোরাতাকে আমরা ক্লাবে স্বাগত জানিয়েছি। আমরা বিশ্বাস করি চেলসির জন্য সে দারুণ ভূমিকা রাখবে। তাকে মাঠে দেখতে আমরা অধীর অপেক্ষায় আছি। শীর্ষ পর্যায়ে ইতোমধ্যেই সে নিজের জাত চিনিয়েছে। এন্টোনিও ও তার দলের জন্য মোরাতার দক্ষতা বিশাল একটি সম্পদ।’ চেলসির কোচ কন্টেও মোরাতাকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সে একজন ভাল স্ট্রাইকার। এই মুহূর্তে চেলসিতে তার দারুণ ভবিষ্যত আছে। সে বয়সে তরুণ এবং আমি নিশ্চিত এখানে এসে তার অনেক উন্নতি হবে।’ এবারের দলবদলের বাজারে আক্রমণ ভাগে প্রথম থেকেই চেলসির পছন্দ ছিল এভারটনের স্ট্রাইকার রোমেলু লুকাকু। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরও বেলজিয়ান তারকাকে পায়নি ব্লুজরা। বরং রেকর্ড ৮৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে গত সপ্তাহে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন লুকাকু। গত মৌসুমটা দুর্দান্ত কাটে চেলসির। কোচ হিসেবে যোগ দেয়ার প্রথম মৌসুমেই ব্লুজদের লীগ শিরোপা উপহার দেন কন্টে। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান নতুন মৌসুমেও। সেই লক্ষ্যেই এই মুহূর্তে চীনের বেজিংয়ে সফরে তার দল। শনিবার বেজিংয়ে প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে আর্সেনালের মুখোমুখি হয় ব্লুজরা। সতীর্থদের সঙ্গে এশিয়া সফরে যোগ দেয়াটা এখন মোরাতার জন্য কেবলই সময়ের ব্যাপার। ধারণা করা হচ্ছে মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের বিপক্ষেই চেলসির জার্সিতে অভিষেক হতে পারে আলভারো মোরাতার।
×