ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ হলো সংবাদকর্মীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৫:৫১, ২৩ জুলাই ২০১৭

শেষ হলো সংবাদকর্মীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর (ডিডিএম) এবং ফুড এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টার্স ফোরামের (এফডিএমআরএফ) যৌথ আয়োজনে ঢাকায় কর্মরত সংবাদকর্মীদের দুইদিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা শনিবার শেষ হয়েছে। ঢাকার মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সভাকক্ষে শুক্রবার ও শনিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৩১ প্রতিবেদক অংশ নেন। দুইদিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও বাংলাদেশ প্রেক্ষাপট, দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক উদ্যোগসমূহ ও আধুনিক বিজ্ঞানের ব্যবহার, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের আইনী কাঠামো ও প্রশাসনিক কাঠামো, দুর্যোগ সাংবাদিকতা, দুর্যোগের পরিভাষা ও দুর্যোগ ব্যবস্থাপনা মডেল নিয়ে আলোচনা হয়। আয়োজনের দ্বিতীয়দিনে দুর্যোগে তথ্য ব্যবস্থাপনা ও সাড়াদান, শহরে দুর্যোগ ও নগর ঝুঁকি ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস ও সতর্কবার্তা, দুর্যোগে ঝুঁকি হ্রাস সহনশীল বাংলাদেশ নির্মাণে সরকারী উদ্যোগ ও সমন্বয় বিষয়ের ওপর আালোচনা হয়। কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ কামাল, বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশীদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর পরিচালক আহমেদুল হক, আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন আলোচনা করেন। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা আলোচনায় অংশ নেন।
×