ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ২৭ জুলাই ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ০৫:৫০, ২৩ জুলাই ২০১৭

দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ২৭ জুলাই ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য সামনে রেখে আগামী ২৭ জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ও কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি) ম্যানিলার যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সিপিএসসি সদস্যভুক্ত ১৬টি সদস্য দেশের ৪৩ থেকে ৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শতাধিক প্রতিনিধির অংশ নেয়ার কথা রয়েছে। সম্মেলনের আগে ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে টিভিইটি নেটওয়ার্ক নিয়ে আঞ্চলিক কর্মসূচী। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএমএ হামিদ জনকণ্ঠকে বলেন, এবারের আন্তর্জাতিক সম্মেলন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ দিন যত যাচ্ছে দক্ষ জনশক্তির অভাব বাড়ছে। দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেকনোলজির পরিবর্তন ঘটছে। এ পরিবর্তনের সঙ্গে মানুষ সহজেই তাল মেলাতে পারছে না। এটা যে শুধু বাংলাদেশেই ঘটছে তা নয়, সারাবিশ্বে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই দক্ষ জনবল তৈরি করার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন তার জন্য সবার আগে প্রয়োজন হবে দক্ষ জনবলের। দক্ষ জনবলই দেশকে উন্নত দেশে পরিণত করবে। এজন্য এবারের সম্মেলনকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। আইডিইবির সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মোঃ শামসুর রহমান বলেন, আন্তর্জাতিক সম্মেলনে টেকসই উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সর্বোত্তম পদ্ধতি-কৌশলসমূহের ওপর পারস্পরিক বিনিময় প্রয়োজন। ২০৪১ সালে উদীয়মান উন্নত দেশ হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দক্ষ বাংলাদেশ নির্মাণে নীতিগত সুপারিশ প্রণয়নে টিভিইটি নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যকে সামনে রেখেই তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৭ জুলাই সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সিপিএসসির মহাপরিচালক ড. লামহরি লামচি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২৭ থেকে ২৯ জুলাই আইডিইবি ভবনের একাধিক হলে বিভিন্ন সেশনে টিভিইটি গবর্নেন্স ও সক্ষমতা নির্মাণ কৌশল, বৈশ্বিক প্রতিযোগিতার জন্য টিভিইটি, গুণগত টিভিইটির নিশ্চয়তার জন্য গবেষণা, নতুনত্ব ও শিক্ষা বিজ্ঞান, টিভিইটি ও দক্ষতা বৃদ্ধি পুনর্বিন্যাসের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, টিভিইটি ও দক্ষতা উন্নয়নের জন্য গুণগত নিশ্চিয়তা, পেশাগত যোগ্যতা অর্জনের জন্য শিল্পপ্রতিষ্ঠানের সমন্বয় শিরোনামে পৃথক ৮০টি পেপার উপস্থাপন করবেন দেশ-বিদেশের টিভিইটি বিশেষজ্ঞরা।
×