ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদিকে পার্সেল পাঠানোর চেষ্টা

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ জুলাই ২০১৭

মোদিকে পার্সেল পাঠানোর চেষ্টা

ভারত সরকার এবারের বাজেটে সিঁদুর, চুড়ি ও কপালের টিপের মতো প্রসাধনী সামগ্রীকে করমুক্ত রেখেছে, কিন্তু নারীদের অতি প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনে যুক্ত করেছে ১২ শতাংশ কর। আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্যানিটারি ন্যাপকিন পাঠানোর চেষ্টা করেছে দেশটির নারী সংগঠন ‘কোয়েম্বাটোরের রেভুলিউশনারি ইউথ ফ্রন্ট’। পার্সেল করে মোদিকে ন্যাপকিন পাঠানোর পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। কিন্তু তার আগেই পুলিশ গ্রেফতার করে ফেলে তাদের। ভারতের কোয়েম্বাটোরের রাস্তায় ওই বিক্ষোভ কর্মসূচীতে যোগ দেন ইয়ুথ ফ্রন্টের সদস্যরা। তাদের হাতে ছিল সাদা পার্সেল। নরেন্দ্র মোদি ও ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলিকে এগুলো পাঠানোর চেষ্টা করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, হিন্দু ধর্মের প্রতি অতিরিক্ত আনুগত্যের জন্যই ন্যাপকিনের ওপর এই বাড়তি জিএসটি ধার্য করেছে সরকার। -টাইমস অব ইন্ডিয়া
×