ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার;###;আগামী সপ্তাহের শেষের দিকে চেয়ারম্যান নিয়োগ দেয়া হতে পারে ॥ আইনমন্ত্রী

ট্রাইব্যুনালের চেয়ারম্যান না থাকায় বিচার কাজ চলছে না

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ জুলাই ২০১৭

ট্রাইব্যুনালের চেয়ারম্যান না থাকায় বিচার কাজ চলছে না

বিকাশ দত্ত ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান না থাকায় বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না। ১৩ জুলাই বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মারা যাওয়ার পর থেকে চেয়ারম্যানের পদটি শূন্য রয়েছে ট্রাইব্যুনালে। ফলে ৩৩টি মামলায় ১৪১ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে না। এর আগে ২৮টি মামলায় ৫৩ জনকে দণ- দেয়া হয়েছে। রেজিস্ট্রার বলেছেন চেয়ারম্যান না থাকায় বিচারকাজ চলছে না। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আলাপ আলোচনা করে শীঘ্রই চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ট্রাইব্যুনাল গঠনের বিধানে বলা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হবে তিন সদস্য নিয়ে। এর মধ্যে একজন চেয়ারম্যান থাকবেন। আর দুই জন সদস্য থাকবেন। চেয়ারম্যান যদি সাময়িক অনুপস্থিত থাকেন তা হলে দুই জন সদস্য ট্রাইব্যুনালের কাজ চালিয়ে যেতে পারবেন। তবে তিনি কোন মামলার রায় বা কোন মামলার অভিযোগ আমলে নিতে পারবেন না। বর্তমান ট্রাইব্যুনালের চেয়ারম্যান মারা যাবার কারণে শূন্যতা দেখা দিয়েছে। বিচারপ্রার্থীদেরও দাবি এই শূন্যতা দূর করতে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠনের। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জেলা জজ) মোঃ শহিদুল ইসলাম ঝিনুক জনকণ্ঠকে বলেন, চেয়ারম্যানের পদটি শূন্য থাকার ফলে ট্রাইব্যুনালের বিচার কাজ চলছে না। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই পুনরায় বিচারকাজ স্বাভাবিকভাবে চলবে। অন্যদিকে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক জনকণ্ঠকে বলেছেন, শীঘ্রই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। আগামী সপ্তাহে এ বিষয়ে আলাপ আলোচনা করা হবে। আশা করছি আগামী সপ্তাহের শেষের দিকেই চেয়ারম্যান নিয়োগ দেয়া হতে পারে।
×