ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আমাদের কথামতো কাজ করুন, ৫.১০ টাকায় প্রতি ইউনিট বিদ্যুত দেব’

প্রকাশিত: ০৫:৪০, ২৩ জুলাই ২০১৭

‘আমাদের কথামতো কাজ করুন, ৫.১০ টাকায়  প্রতি ইউনিট বিদ্যুত দেব’

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত ও জ্বালানিতে সরকারী মহাপরিকল্পনার বিপরীতে নতুন মহাপরিকল্পনা দিয়েছে তেল গ্যাস বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাপরিকল্পনা তুলে ধরে সংগঠনটি। মহাপরিকল্পনায় বলা হচ্ছে তাদের কথামতো কাজ করলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ১০ পয়সার মধ্যে রাখা সম্ভব। সংবাদ সম্মেলনে সরকার ও জাতীয় কমিটির প্রস্তাবের তুলনামূলক অবস্থান তুলে ধরে বলা হয়, সরকারের পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হলোÑ আমদানি ও রাশিয়া-চীন-ভারতের ঋণনির্ভরতা। যাকে পরিবেশ বিধ্বংসী বলে উল্লেখ করা হয়। সরকারের বিদ্যুত উৎপাদনের প্রধান উৎস হলো কয়লা, এলএনজি ও পারমাণবিক এবং মূল চালিকা শক্তি হলো, বিদেশী কোম্পানি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ও পরামর্শক। এর বিপরীতে নিজেদের প্রস্তাব সম্পর্কে সংগঠনটি বলছে, তাদের মহাপরিকল্পনার মূল বৈশিষ্ট্য হচ্ছে দেশের সম্পদ নির্ভরতা। রাশিয়া-চীন-ভারতের ঋণ মুক্ত ও পরিবেশ অনুকূল। বিদ্যুত উৎপাদনের প্রধান উৎস ধরতে হবে প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানিকে। মূল চালিকা শক্তি হবে জাতীয় সংস্থা, দেশীয় প্রতিষ্ঠান ও জনউদ্যোগ। প্রস্তাবে বলা হয়, ২০৪১ সাল পর্যন্ত বিদ্যুত উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে সরকার ১২৯ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের যে পরিকল্পনা নিয়েছে তার বিপরীতে ১১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে টার্গেট থেকে অনেক বেশি বিদ্যুত উৎপাদন করা সম্ভব। প্রস্তাবে বলা হয়, বিদ্যুতের দামও এ ক্ষেত্রে সরকারের পরিকল্পনা অনুযায়ী (২০১৫-এর দামস্তর অনুযায়ী) ১২ দশমিক ৭৯ টাকা বিপরীতে ৫ দশামিক ১০ টাকায় আনা সম্ভব। প্রস্তাবনায় সরকারের পরিকল্পনার কয়লা এবং এলএনজির বিপরীতে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়েছে। এতে বলা হয়েছে দীর্ঘমেয়াদে গুণগত পরিবর্তন নিশ্চিত করে নবায়নযোগ্য উৎস থেকেই বিদ্যুত উৎপাদন শীর্ষস্থানে পেঁৗঁছানো সম্ভব। সে জন্য ২০৪১ নাগাদ বিদ্যুত উৎপাদনের শতকরা ৫৫ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে আনা সম্ভব হবে এর মধ্যে সৌর-৪২ ভাগ, বায়ু-৮ ভাগ, বর্জ্য-৫ ভাগ। দ্বিতীয় স্থানে থাকবে প্রাকৃতিক গ্যাস, শতকরা ৩৭ ভাগ। তেল ও আঞ্চলিক সহযোগিতা শতকরা ৮ ভাগ। সরকার মহাপরিকল্পনা প্রণয়ন করেছে জাইকা অন্যদিকে তেল গ্যাস কোম্পানির মহাপরিকল্পনা তৈরি করেছেন দেশী-বিদেশী কয়েক বিশ্ববিদ্যালয় শিক্ষক। মহাপরিকল্পনা প্রণয়নের সঙ্গে যুক্ত প্রকৌশলী মাহাবুব সুমন বলেন, বছরখানেক ধরে এ কাজ করছেন তারা। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে কাজ করছেন বলে জানান। অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে মহাপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম সেলিম, বুয়েটের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, প্রকৌশলী মাহাবুব সুমন, ড. সুজিত চৌধুরী, সাইফুল হক বক্তৃতা করেন। এতে টিপু বিশ্বাস, রুহিন হোসেন প্রিন্স, মোশরেফা মিশু, জাহিদুল হক মিলু, আজিজুর রহমান, নাসিরউদ্দিন নসু, ফকরুদ্দিন কবির আতিক ও মাহিনউদ্দিন চৌধুরী লিটন উপস্থিত ছিলেন।
×