ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস ২৪ ঘণ্টা সেবা দেবে ॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৪০, ২৩ জুলাই ২০১৭

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস ২৪ ঘণ্টা সেবা দেবে ॥ এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস ২৪ ঘণ্টা সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান। দেশের আমদানি ও রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে এ প্রস্ততি নেয়া হয়েছে বলে তিনি ঘোষণা দেন। শনিবার চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে একটি আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। আর এ বন্দরকে ঘিরে রাজস্ব আহরণে চট্টগ্রাম কাস্টমস হাউসকেও ২৪ ঘণ্টা সেবা দিতে প্রস্তুত করা হয়েছে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে এ দুটি সংস্থার সংযুক্তি ঘটবে। আর এতে করে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার যেমন ঘটবে তেমনি অর্থনীতিও গতিশীল হবে। আমদানি ও রফতানিকারকদের বর্তমানে যেসব ঝামেলা পোহাতে হয় এসবের অবসান ঘটাতে সরকারী সিদ্ধান্তে এ কর্মসূচী নেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাস্টম হাউসের যৌথ সমাবেশে অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সমাবেশে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা দেশের অর্থনীতিকে গতিশীল করতে এ দুটি সংস্থার পক্ষে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন। চট্টগ্রাম বন্দরে পণ্য বোঝাই কন্টেনারের অসহনীয় জটের সৃষ্টি হওয়ায় জাহাজের গড় অবস্থান ১০ থেকে ১৫ দিন হয়েছে। এতে করে নৌপথে শিপমেন্টের বদলে বিভিন্ন গার্মেন্টস সামগ্রী আকাশযোগে শিপমেন্ট হচ্ছে। ফলে রফতানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ে গার্মেন্টস পণ্যের শিপমেন্ট ব্যাহত হওয়ার কারণে আন্তর্জাতিক গার্মেন্টস বায়ার গ্রুপসমূহের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে তাদের অর্ডার বাতিল করছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বেসরকারী কন্টেনার ডিপোগুলোতে প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না। কেননা, কাস্টমস কর্মকর্তারা প্রায়ই অনুপস্থিত থাকেন। এনবিআর চেয়ারম্যান বলেন এখন থেকে ২৪ ঘণ্টাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে। বর্তমান উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল খালেদ ইকবাল বলেন, নতুন একটি ইয়ার্ডের অকশান কন্টেনার সরিয়ে রাত্রিকালীন নেভিগেশন চালুর সিদ্ধান্ত হয়েছে। সোমবার এ বিষয়ে একটি সভা হবে। তিনি আরও জানান, এফসিএল কন্টেনার ডেলিভারি বৃদ্ধিতে এনসিটির জন্য ৮০ শতাংশ যন্ত্রপাতি ক্রয় করা হবে। আমদানি ও রফতানি কার্যক্রমে দিবারাত্র সহযোগিতা চলবে। চট্টগ্রাম কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নৌপরিবহন সচিব অশোক মদক রায়, এনবিআরের উর্ধতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×