ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে ১১ সমাজপতি নিয়ন্ত্রণ করছে পাহাড়ের হাজার একর জমি

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ জুলাই ২০১৭

সীতাকুণ্ডে ১১ সমাজপতি নিয়ন্ত্রণ করছে পাহাড়ের হাজার একর জমি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমরা কিংবা ফৌজদারহাট হয়ে মাত্র ৫ কিলোমিটার ভেতরে জঙ্গল সিলিমপুর। সীতাকু- ভূমি অফিসের আওতায় থাকা এলাকাটি পাহাড়ী বনভূমি হওয়ার কথা থাকলেও এটি এখন পাহাড়ী জনভূমিতে রূপ নিয়েছে। পাহাড়ের চূড়ায়, মাটি কেটে ধাপে ধাপে ও পাহাড়ের পাদদেশ মিলে প্রায় ৪০ হাজার লোকের বসবাস আছে অবৈধভাবে। ১১ সমাজপতি নিয়ন্ত্রণ করছে ১ হাজার একর জায়গা। ৭/৮ হাজার টাকায় মেলে ২শতক জায়গা। পাহাড় কাটার পর বাসযোগ্য হলেই দাম উঠে লাখ টাকায়। আর সমতলে পৌনে ২ কাঠার দাম ৩/৪ লাখ টাকা। তবে পাহাড়ের চূড়ায় থাকার ইচ্ছা প্রকাশ করলেই শুধু ছিন্নমূল ও বাস্তুহারা কমিটির চাঁদা দিলেই চলে। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের অর্ধশত খুঁটিও বসানো হয়েছে অবৈধভাবে। চট্টগ্রামের জেলা প্রশাসক শুক্রবারের ঘটনার পর বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটিয়েছেন পরিদর্শনে গিয়ে। সেখানে সীতাকু- থানা পুলিশেরও নিয়ন্ত্রণ নেই আইনশৃঙ্খলায়। ফলে ছিন্নমূল বস্তি আর আলীনগর বস্তিগুলো গড়ে উঠেছে জেলা প্রশাসনের দৃষ্টির আড়ালেই।
×