ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ৯

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ জুলাই ২০১৭

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ  নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ইউপি চেয়ারম্যানসহ ৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। শুক্র ও শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন, গাজীপুরে ব্যবসায়ীসহ ২ জন, যশোরে ২ জন, বগুড়া ও ফরিদপুরে একজন করে নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। সিরাজগঞ্জ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক টিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। নিহতদের মধ্যে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম (৪৫) ও বাসের সুপারভাইজার মৃনাল চন্দ্র রায়ের (৩০) পরিচয় মিলেছে। শনিবার দুপুরে তাড়াশ থেকে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ আসার পথে সিরাজগঞ্জ-নলকা সড়কের ভদ্রঘাট এলাকায় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নওগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম গ্রহ নিহত হন। এ ঘটনায় অপর একজন আহত হয়। অপরদিকে শনিবার ভোরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৮৮১১) সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী নামকস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়। গাজীপুর ॥ শনিবার দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় এ জেলায় এক ব্যবসায়ীসহ দু’জন নিহত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখার বিক্রয় প্রতিনিধি লেলিন মোল্লা মনির (৩৩) স্থানীয় বিভিন্ন এজেন্ট পয়েন্ট থেকে টাকা নিয়ে শনিবার বেলা ১১টার দিকে মটরসাইকেল নিয়ে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ফিরছিলেন। পথে তিনি শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। যশোর ॥ শনিবার যশোরের পৃথক দুই স্থানে দুর্ঘটনায় সোহেল রানা (৩০) এবং উজ্জল মৃধা (৩০) নামে দুইজন নিহত হয়েছে। এছাড়া সুজন শিকদার (২৮) নামে আরেক যুবক মারাত্মক আহত হয়েছে। অপরদিকে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে যশোরে ট্রেনে কেটে উজ্জল মৃধা নামে এক যুবক গুরুতর আহত হন। তার দুই পা কেটে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উজ্জল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পুনা গ্রামের মান্নান মৃধার ছেলে। বগুড়া ॥ শনিবার দুপুরে জেলার শাহজাহানপুর উপজেলার টেংগামাগুর এলাকায় ট্রাক চাপায় জালালউদ্দিন (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়। পুলিশ জানায়, ধানের বস্তা বোঝাই একটি ট্রাক ফিডার রোড (সংযোগ সড়ক) থেকে বগুড়া-নাটোর সড়কে উঠছিল। ট্রাকটি ওই রাস্তায় একটি কালভার্ট অতিক্রম করার সময় কালভার্টের একাংশ দেবে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকান ও একব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জালালউদ্দিন মারা যায়। ফরিদপুর ॥ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় হানিফ মিয়া (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।
×