ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে ইমাম প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:২২, ২৩ জুলাই ২০১৭

শেরপুরে ইমাম প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২২ জুলাই ॥ ঝিনাইগাতীতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ‘ইমাম বাতায়ন ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার হাজী অছি আমরুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ওই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন। এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচীর সহযোগিতায় উপজেলা প্রশাসন ওই কর্মশালার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম, হাজী অছি আমরুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। ফ্রি চিকিৎসা ক্যাম্প স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভারতের বিখ্যাত নারায়াণা হেলথের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। শনিবার সকাল থেকে সদর হাসপাতাল সড়ক সংলগ্ন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কলকাতার চার বিশেষজ্ঞ চিকিৎসক নাক-কান-গলা হৃদরোগ ও নিউরোসার্জারির ওপর চিকিৎসা ও পরামর্শ প্রদান করছেন। দুইদিনের ক্যাম্পে প্রায় ৩শ’ রোগী নিবন্ধিত হয়েছে। রবিবার সমাপনী দিন। এতে চিকিৎসাসেবা দিচ্ছেন- নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার সৌরভ দত্ত, কার্ডিওলজি কনসালটেন্ট ডাক্তার কোন্তল ভট্টাচার্য, ইএনটি সার্জন ডাক্তার সম্রাট ব্যানার্জি ও নিউরো সার্জন ডাক্তার পার্থ প্রতিম বিষ্ণু। ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের নিজ ভোগডাবুরী প্রামাণিকপাড়া গ্রামে শনিবার সকালে পুকুরে ডুবে আসিফ বিল্লাহ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের মমিন ইসলামের ছেলে।জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে পরিবারের সবার অজান্তে আসিফ বাড়ির পুকুরে ডুবে গিয়ে মারা যায়। ফটিকছড়ি নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি থেকে জানান, হাটহাজারী উপজেলার পূর্ব ধলই গ্রামের সেকান্দর পাড়ায় শুক্রবার সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় বন্যার পানিতে ডুবে মহিত (৪) নামে এক শিশু মারা গেছে। সে স্থানীয় হাদির দিঘী এলাকার ইসমাইলের পুত্র। সোলার প্যানেল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২২ জুলাই ॥ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে বৈদ্যুতিক ব্যবস্থা সর্বক্ষণিক থাকার লক্ষ্যে সোলার প্যানেলের উদ্বোধন করেন সংসদ সদস্য সামছুল আলম দুদু। হাসপাতাল প্রাঙ্গণে শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে হাসপাতাল সুপার ডাঃ মফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন হাবিবুল আহসান তালুকদার, জেলা বিএমএর সাধারণ সম্পাদক জোবায়ের গালিব প্রমুখ।
×