ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জ্ঞান ও প্রযুক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে ॥ গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:২১, ২৩ জুলাই ২০১৭

জ্ঞান ও প্রযুক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে ॥ গণশিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২২ জুলাই ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশ আমার কাছে সবার থেকে বড়। জ্ঞান ও প্রযুক্তি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রযুক্তি রপ্ত করতে হলে জ্ঞানী হতে হবে। মন্ত্রী শনিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন শীর্ষক সামাজিক উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। শহরের বৈশাখী মেলা মাঠে এ সভার আয়োজন করা হয়। জেলার ২৪২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এ মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, ঢাকা বিভাগীয় প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের উপ-পরিচালক ইন্দুভূষণ দেব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, বিদ্যালয়ের এসএমসির সভাপতি রাজিব সিংহ সাহা, প্রধান শিক্ষক মোশাহিদা বেগম, তপন কুমার, অভিভাবক স্বপ্না আক্তার লিপি, আলেয়া পারভীন প্রমুখ। পরকীয়ার অভিযোগে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২২ জুলাই ॥ স্বামী অন্য মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে এমন অভিযোগে স্ত্রী-শাশুড়ি, স্ত্রীর ভাই ও মামা মিলে শারীরিক নির্যাতন করেছে। নির্যাতনের শিকার দেলোয়ার হোসেন সোহেল বর্তমানে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। জানা গেছে, বগুড়ার সান্তাহার শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনির বাসিন্দা মৃত নুর ইসলামের ছেলে দেলোয়ার হোসেন সোহেল একই মহল্লার গোলাম মোস্তফার মেয়ে রুমি আকতারকে প্রায় আট বছর আগে পরিবারের অমতে বিয়ে করে। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কে ফাটল ধরে। স্ত্রী রুমি ও তার স্বজনদের অভিযোগ, তারাপুর মহল্লার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেছে। স্ত্রী ও স্বজনরা বিষয়টি খোঁজখবর করে নিশ্চিত হয়। বিষয়টি সমাজপতিসহ অনেকের কাছে জানিয়েও কোন ফল না পাওয়ায় স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে। সোহেলের বড় ভাইদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সোহেল। প্রেমের মিথ্যা অভিযোগে বিকেল ৪টার দিকে স্ত্রী রুমি আকতার, তার মা ছালমা বেগম, খালাত ভাই মেজবাহুল হোসেন ও মামা জহুরুল ইসলাম মিলে ঘুমন্ত সোহেলের হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুঁজে দিয়ে শারীরিক নির্যাতন চালায়। পরে বাদীসহ মহল্লাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে সোহেলের বড় ভাই কামরুল হাসান খোকন বাদী হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
×