ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সহায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনে যাব ॥ মোশারফ

প্রকাশিত: ০৪:২০, ২৩ জুলাই ২০১৭

সহায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনে যাব ॥ মোশারফ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি সরকারের আমলে আমরাই একমাত্র সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেছি। শেখ হাসিনার সরকার জনগণের সরকার নয়, তাই তার অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে। কিন্তু এই সরকারের আমলে জনগণ তাদের পছন্দমতো ভোট দিতে পারে না। তাই প্রমাণ করে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সহায়ক সরকার প্রতিষ্ঠা করে আমরা নির্বাচনে যাব। সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে শনিবার বেলা ১১টার দিকে বিএনপির সদস্য নবায়ন, ফরম বিতরণ ও প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিটির জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। উপস্থিত ছিলেনÑ বিএনপির জাতীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ। হানাহানি-প্রতিহিংসা ভুলে দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ জুলাই ॥ রাজনৈতিক হানাহানি-প্রতিহিংসা ভুলে সৌহার্দ ও ভাতৃত্বের বাংলাদেশ গড়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল তার বাবার রাজনৈতিক আদর্শ মনে করে বলেছেন, ছাত্রাবস্থায় বাবার রাজনৈতিক প্রেক্ষাপটের বিপরীতে অবস্থান করলেও তিনি কখনই তাকে বাধা দেননি।শনিবার দুপুরে শহরের একটি কমিনিউটি সেন্টারে তার বাবা মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদ আয়োজিত সধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় পরিষদের প্রকাশনা স্মরণিকার উদ্বোধন করেন মির্জা ফখরুল। সভায় আগামী তিন বছরের জন্য মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদের সভাপতি পদে প্রফেসর আইয়ুব আলী ও ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪১ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অচেতন অবস্থায় উদ্ধার যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিএমপির কোতোয়ালি থানা সংলগ্ন এলাকায় অচেতন অবস্থায় পাওয়া অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত বারোটার পর যুবকটি অজ্ঞান অবস্থায় পথচারীরা উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পুলিশ সূত্রে জানানো হয়, যুবকটির বয়স আনুমানিক ২৫। তার ডান পায়ের হাঁটুর ওপর একটি পোড়া দাগ রয়েছে। এছাড়া উদ্ধারের সময় তার পায়ে বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় দেখেছে পথচারীরা।
×