ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্যাতন সইতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:১৮, ২৩ জুলাই ২০১৭

নির্যাতন সইতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২২ জুলাই ॥ প্রবাসী স্বামী ও শ্বশুর-শাশুড়ির অমানুষিক নির্যাতন সইতে না পেরে কালকিনিতে দুই সন্তানের জননী নারগিস বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের অভিযোগ যৌতুকের জন্য তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এদিকে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার রামচন্দ্রপুর গ্রামের রহিম হাওলাদারের মেয়ে নারগিস বেগমের সঙ্গে সাহেবরামপুর এলাকার আন্ডারচড় গ্রামের হাসেন চৌকিদারের ছেলে কাতার প্রবাসী আসলাম চৌকিদারের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। কিছু দিন ভালই চলে তাদের সংসার। এরপর তাদের সংসার জীবনে সজীব ও স্বজল নামের দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। দুই সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষ করার জন্য আসলামকে তার স্ত্রী নারগিস বেগম বাবা বাড়ি থেকে টাকা এনে কাতার পাঠান। কিন্তু সে কাতার থেকে ফেরত এসে আবার নারগিস বেগমের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। এ টাকা না দিতে চাইলে তাকে বিভিন্ন সময় মানুষিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে স্বামী আসলাম ও শ্বশুর-শাশুড়ি। এ বিষয় নিয়ে উভয় পরিবারের মাঝে কলহের সৃষ্টি হয়। আর এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করেন। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় নিজের জীবন দিয়ে অবশেষে যৌতুকের বলি হয় গৃহবধূ নারগিস বেগম। অপরদিকে ঘটনার পর থেকেই নিহত গৃহবধূর স্বামী আসলাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২২ জুলাই ॥ কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে পৌরসভার পল্টনে তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ইলিয়াছ মোরশেদ, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক ফারুখ আহমেদ, চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান প্রমুখ। ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২২ জুলাই ॥ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮৬ দুস্থ অসহায় পরিবারের মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার করে টাকার চেক বিরতণ করেন ইউএনও ইসরাত সাদমীন।
×