ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন বন্দীদের মুক্তি না দিলে মারাত্মক পরিণতি ॥ ইরানকে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:১৪, ২৩ জুলাই ২০১৭

মার্কিন বন্দীদের মুক্তি না দিলে মারাত্মক পরিণতি ॥ ইরানকে যুক্তরাষ্ট্র

ইরানকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের কারাগারে আটক সব মার্কিন নাগরিককে মুক্তি না দিলে তেহরানকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ওয়েবসইটের। বিবৃতিতে বলা হয়, ১০ বছর ধরে ইরানের কারাগারে আটক রবার্ট লেভিনসনকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় আটক সিয়ামাক ও বাকের নামাযিসহ ইরানে আটক সমস্ত মার্কিন নাগরিকের মুক্তি দাবি করা হয়েছে এ বিবৃতিতে। মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক এজেন্ট লেভিনসন ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপ থেকে ২০০৭ সালে নিখোঁজ হয়েছিলেন বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে। কিন্তু ইরান বলছে, এ ধরনের কোন ব্যক্তি তেহরানের হাতে আটক নেই বরং তার ভাগ্যে কী হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে রাজি আছে ইরান। মার্কিন সরকার লেভিনসনের বিষয়ে তথ্য দেয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন এ এজেন্ট বেসরকারী খাতে গোয়েন্দাবৃত্তিতে নিযুক্ত ছিলেন বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও ২০১৩ সালে তার পরিবার থেকে বলা হয়Ñ লেভিনসন সিআইএয়ের হয়ে গুপ্তরচরবৃত্তিতে লিপ্ত ছিলেন। ইসরাইলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন মাহমুদ আব্বাস ইসরাইলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ফিলিস্তিনী স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পবিত্র আল আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনীদের ওপর দমন-পীড়নের অবসান না হওয়া পর্যন্ত এ যোগাযোগ বন্ধ থাকবে বলে জানা গেছে। খবর জেরুজালেম পোস্টের। শুক্রবার ফিলিস্তিনী কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর দেয়া বিবৃতিতে মাহমুদ আব্বাস ইসরাইলের সঙ্গে যোগাযোগ বন্ধের ঘোষণা দেন। তার এ বিবৃতি ফিলিস্তিনের টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়। আব্বাস বলেন, ইসরাইল নিরাপত্তার নামে মিথ্যা অজুহাত দিয়ে পবিত্র আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে নতুন এ দমন-পীড়ন শুরু করেছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনী নেতৃত্বের পক্ষে আমি ঘোষণা করছি যে, ইসরাইল তার নিপীড়নমূলক পদক্ষেপ বন্ধ না করা পর্যন্ত যোগাযোগ বন্ধ থাকবে।’ গত এক সপ্তাহের বেশি সময় ধরে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের দমন-পীড়ন অব্যাহত থাকার প্রেক্ষাপটে আব্বাস এ বিবৃতি দিলেন। ইসরাইলের সঙ্গে নানা ইস্যুতে ফিলিস্তিনী স্বশাসন কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে।
×