ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোয়াইট হাউস মুখপাত্রের পদ ছাড়ার পর মুখ খুললেন স্পাইসার

প্রকাশিত: ০৪:১৩, ২৩ জুলাই ২০১৭

হোয়াইট হাউস মুখপাত্রের পদ ছাড়ার পর মুখ খুললেন স্পাইসার

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস মুখপাত্র হিসেবে পদত্যাগের পর শন স্পাইসার ফক্স নিউজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি তার পদত্যাগের কারণসহ অন্যান্য বক্তব্য তুলে ধরেন। খবর টেলিগ্রাফ। সাক্ষাতকার গ্রহণকারী শন হ্যানিটির এক প্রশ্নের জবাবে স্পাইসার বলেন, এন্থনী স্কারামাচিকে প্রশাসনিক যোগাযোগ প্রধান হিসেবে নিয়োগ প্রদানের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন, এ তথ্য সঠিক নয়। যদিও এনিয়ে ওয়াশিংটনে ব্যাপকভাবে গুজবের ডালপালা ছড়িয়েছেÑ তবু মূল কথা হচ্ছে, প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতাপূর্ণ আলোচনার মাধ্যমেই তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকেও এই নতুন দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সুষ্ঠু প্রশাসনিক কর্মকা-ের জন্য একই রান্নাঘরে অনেক বাবুর্চির প্রয়োজন নেই বিবেচনা করে আমি বেরিয়ে আসি। এ সময় তিনি বিগত কয়েক মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র হিসেবে কাজ করার তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। বিশেষ করে সাংবাদিকদের আচরণ সম্পর্কে তিনি তার বিরক্তি গোপনে করার কোন চেষ্টাই করেননি। শন স্পাইসার খোলামেলাভাবেই বলেন, আমি ভেবে পাই না যে মিডিয়া জগতের মানুষ কীভাবে কাজ করে হয়তো কিছু করেই না ঠিকমতো। তারা সত্য উদ্ঘাটনে অথবা সঠিক তথ্য সংগ্রহে যত না ব্যস্তÑ তার চেয়ে বেশি ব্যস্ত থাকে আত্মপ্রকাশে কীভাবে টিভি অথবা ইউটিউব স্টার হওয়া যায়। তাই ‘ক্লিপ’ বা ‘ক্লিক’ স্টোরি এখন দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এ প্রসঙ্গে তিনি ওয়াশিংটন ডিসি বারল নামের উল্লেখ করেন। তিনি বলেন, এতে পক্ষপাতিত্বপূর্ণ ওয়াশিংটনী মানসিকতা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। স্পাইসারের সঙ্গে হোয়াইট হাউস সাংবাদিক গোষ্ঠীর অবন্ধুসুলভ সম্পর্ক ছিল। তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় নির্দয়ভাবে ব্যঙ্গবিদ্রƒপ ও হাস্য কৌতূক পরিবেশিত হতো। বিশেষ করে স্যাটার ডে লাইট লাইভে তাকে অভিনেত্রী মেলিসা ম্যাকার্থি রূপে চিত্রায়িত করে সরস কৌতূক পরিবেশিত হতো। শন স্পাইসার তার কষ্ট ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব চলতে চলতে এমন পর্যায়ে এসে পৌঁছে যে, নেহায়েত গায়ের চামড়া পুরু বা মোটা না হলে তা সহ্য করা কষ্টকর হয়ে পড়ে হাস্যরস আর কৌতূকÑ কৌতূকের পর্যায়ে থাকে না বরং তা নিচু মানসিকতায় পর্যবেশিত হয়।
×