ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন সেশনস

প্রকাশিত: ০৪:১৩, ২৩ জুলাই ২০১৭

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন সেশনস

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বর্তমান এ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সঙ্গে নির্বাচনী কর্মকৌশল এবং মস্কোর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার বিষয়টি ক্রেমলিনের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেন। খবর ওয়াশিংটন পোস্ট। নির্বাচনের সময় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতিবিষয়ক শীর্ষ উপদেষ্টা জেফ সেশনসের সঙ্গে রাশিয়ার সের্গেই কিসলিয়াকের দুইবার কথোপকথনের বিবরণ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে। কিসলিয়াকের সঙ্গে যোগাযোগের কথা সেশনস প্রথমে অস্বীকার করলেও পরে তিনি জানান, এগুলো ট্রাম্পের নির্বাচন সংশ্লিষ্ট কোন বিষয় নিয়ে নয়, অন্য প্রসঙ্গে কথা হয়েছিল। অন্য একজন মার্কিন কর্মকর্তা বলেন, গত বছরের এপ্রিলে কিসলিয়াকের সঙ্গে যোগাযোগের বিষয়টি মনে করতে পারছেন না বলে সেশনসের আগে যে সাক্ষ্য দিয়েছেন, তা আসল ঘটনার পরিপন্থী এবং তা সত্য ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন সাবেক কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা তথ্য সূত্র থেকে আভাস পাওয়া গেছে, কিসলিয়াকের সঙ্গে সেশনসের সাক্ষাত নিছক সৌজন্য সাক্ষাতকার বা অন্য কোন কিছু দিয়ে আড়াল করা যাবে না, বরং এটি ছিল ‘বস্তুনিষ্ঠ ও তাৎপর্যবহ সাক্ষাত। এতে ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের পরিধি এবং ট্রাম্প প্রশাসনে রুশ মার্কিন সম্পর্কের ভবিষ্যত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত মার্চ মাসে সেশনস এই মর্মে ঘোষণা দেন, তিনি কখনও কোন রুশ কর্মকর্তা বা মধ্যস্থতাকারী কোন ব্যক্তির সঙ্গে ট্রাম্পের নির্বাচন সংশ্লিষ্ট কোন বিষয় নিয়ে বৈঠক করেননি। এবং এনিয়ে এফবিআইয়ের তদন্ত যাতে কোনভাবে প্রভাবিত না হয় সে জন্য এ্যাটর্নি জেনারেল পদে অধিষ্ঠিত থেকেও তিনি সম্পূর্ণ তদন্ত কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখবেন। কিন্তু গত বছরের এপ্রিল ও জুলাই মাসে কিসলিয়াকের সঙ্গে জেফ সেশনসের বৈঠকের বিষয়টি তদানীন্তন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং বর্তমানে যারা আছেন তাদের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পাওয়ায় সেশনস ট্রাম্প প্রশাসনে আরেকটি মাথাব্যথার কারণ হতে চলেছেন। এ সপ্তাহে প্রদত্ত এক সাক্ষাতকারে নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার জন্য ট্রাম্প জেফ সেশনসের প্রতি হতাশা প্রকাশ করে তাকে এই শীর্ষ পদে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করায় আত্মসমালোচনা করেন। জেফ সেশনসের সঙ্গে যখন রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সাক্ষাত হয় তখন সেশনস ছিলেন একজন সিনেট সদস্য। একজন সিনেটরের সঙ্গে কোন দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত হতেই পারেÑ এভাবে সেশনস কিসলিয়াকের সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি হাল্কা করতে চেয়েছিলেন। কিন্তু যখন তাকে দুই দেশের স্পর্শকাতর বিষয়ের কথা জিজ্ঞেস করা হলোÑ তখন সেশনসের কৌশলী জবাব ছিল ‘আমি প্রশ্নের গুরুত্ব বা তাৎপর্য বুঝতে পারিনি।’ এখানেই শেষ নয়। বরখাস্তকৃত এফবিআইপ্রধান জেমস কোমিকে সিনেটে জিজ্ঞাসাবাদের কয়েকদিন পর যখন সেশনসকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হলোÑ তখন সেশনস সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চতুরতার সঙ্গে পাশ কাটিয়ে যান। তিনি বলেন, আমার মনে পড়ছে না অথবা ‘আমার জানা নাই’Ñ যা উপস্থিত সিনেট সদস্য ও দর্শকদের মাঝে দারুণ বিরক্তির সৃষ্টি করেছিল। সর্বশেষ খবরে জানা গেছে, কিসলিয়াকের সঙ্গে সেশনসের তৃতীয় আরেকটি গোপন বৈঠক হয়েছিল এবং তা হয়েছিল গত সেপ্টেম্বরে সিনেট অফিসে। মার্কিন গোয়েন্দারা এই গোপন বৈঠক সম্পর্কে কতটুকু জানতে পেরেছেন তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ওয়াশিংটনে জোর জল্পনা-কল্পনা চলছে, এ সপ্তাহেই এ্যাটর্নি জেনারেল সেশনসকে ট্রাম্প বরখাস্ত করতে পারেন অথবা তিনি নিজেই পদত্যাগ করবেন। আর সেশনসের কথা হচ্ছে, তিনি এ দায়িত্ব পালন করে যেতে চান যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত।
×