ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীর স্টেকহোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠক

প্রকাশিত: ০৪:০৫, ২৩ জুলাই ২০১৭

রাজশাহীর স্টেকহোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠক

রাজশাহীর স্টেকহোল্ডাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উর্ধতন কর্মকর্তারা। বৈঠকে বর্তমান বাজারের পরিস্থিতি ও রাজশাহীতে বিনিয়োগ শিক্ষা ও মেলার বিষয়ে আলোচনা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেনÑ পরিচালক রেজাউল করিম, উপ-পরিচালক মোঃ জোবায়ের উদ্দিন ভূঁইয়া, ওহিদুল ইসলাম ও রাশেদ আলম, সহকারী পরিচালক বণি ইয়ামিন খান, ডিএসইর প্রশিক্ষণ এ্যাকাডেমির সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রনি ইসলাম প্রমুখ। এছাড়া রাজশাহীর বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা বৈঠকে অংশ নিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার বিআইএফসির লোকসান বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (জানুয়ারি-জুন, ১৭) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৩৯ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) কমেছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিল ৬ টাকা ৫৩ পয়সা। আর শেষ ৩ মাসে (এপ্রিল-জুন, ১৭) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকাসান ছিল ১ টাকা ৫৩ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×