ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্ধবার্ষিকীতে পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৪:০৪, ২৩ জুলাই ২০১৭

অর্ধবার্ষিকীতে পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ ক্রমেই বাড়ছে। তালিকাভুক্ত সব কোম্পানির পরিশোধিত মূলধন ও বাজার মূলধন বৃদ্ধির হারের সঙ্গে তুলনাতেও বিদেশীদের বিনিয়োগ সাম্প্রতিক সময়ে বেশি বেড়েছে। ডিএসইর প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, পরিশোধিত মূলধন বিবেচনায় চলতি বছরের প্রথম ছয় মাসে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে বিদেশীদের অংশ প্রায় ৬৪ শতাংশ বেড়ে মোটের ৪ দশমিক ৩৬ শতাংশে উন্নীত হয়েছে। গত জুন শেষে তালিকাভুক্ত ১২৩ কোম্পানিতে বিদেশীদের ধারণ করা শেয়ার মূল্য ছিল (অভিহিত মূল্য বিবেচনায়) ২ হাজার ৪৫২ কোটি টাকা। একই সময়ে ডিএসইতে তালিকাভুক্ত ২৯৭ কোম্পানির পরিশোধিত মূলধন ২ হাজার ২৩১ কোটি টাকা বেড়ে ৫৬ হাজার ২৬৬ কোটি টাকায় উন্নীত হয়েছে ও বৃদ্ধির হার ৪ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে বাজার মূলধনে বিদেশীদের অংশ গত ছয় মাসে ৬ হাজার ২৮৮ কোটি টাকা বা ৩৭ শতাংশ বেড়ে ২৩ হাজার ২৩০ কোটি টাকায় উন্নীত হয়েছে। বাজার মূলধনে বিদেশীদের অংশ ৭ দশমিক ২৭ শতাংশ। একই সময়ে বাজার মূলধন ৩৮ হাজার ৩২৭ কোটি টাকা বেড়ে ৩ লাখ ১৯ হাজার ৫১০ কোটি টাকায় উন্নীত হয়েছে ও বৃদ্ধির হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শুধু গত মে মাসের তুলনায় জুনে পরিশোধিত মূলধন বিবেচনায় বিদেশীদের ধারণ করা শেয়ারের মূল্য বেড়েছে ৬৮ কোটি ৪৮ লাখ টাকা বা ২ দশমিক ৮৭ শতাংশ। যেখানে তালিকাভুক্ত সব কোম্পানির মূলধন বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ। একইভাবে বাজার মূলধন এক মাসের ব্যবধানে ১২ হাজার ৩০৩ কোটি টাকা বা ৪ শতাংশ বেড়েছে। যেখানে টাকার অঙ্কে বিদেশীদের ধারণ করা শেয়ারের বাজার মূল্য বেড়েছে ১ হাজার ২১৬ কোটি টাকা বা ৫ দশমিক ৫৩ শতাংশ। গত জুনে সামিট এ্যালায়েন্স পোর্টে বিদেশীদের বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে। কোম্পানিটির মোট শেয়ারে বিদেশীদের অংশ ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮৬ শতাংশে উন্নীত হয়েছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংক, সিঙ্গার, ডিবিএইচ, আইডিএলসি, আইএফআইসি, এক্সিম ল্যাব, বার্জার পেইন্টস কোম্পানিতেও বিদেশী বিনিয়োগ বেশি বেড়েছে। এসব কোম্পানি মোট শেয়ারে বিদেশীদের অংশ শূন্য দশমিক ৭৯ শতাংশ থেকে শূন্য দশমিক ৯১ শতাংশ বেড়েছে। গত মাসে মোট ৩৬টি কোম্পানিতে বিদেশী বিনিয়োগ বেড়েছে। বাজার মূলধনের হিসাবে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির শীর্ষে ছিল স্কয়ার ফার্মা, ব্র্যাক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, রেনেটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইসলামী, সিটি ও আইএফআইসি ব্যাংক। এসব কোম্পানিতে বিদেশীদের ধারণ করা শেয়ার মূল্য ৪০ কোটি টাকা থেকে প্রায় ১৯৭ কোটি টাকা পর্যন্ত বেড়েছে।
×