ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের নতুন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ জুলাই ২০১৭

ভারতের নতুন রাষ্ট্রপতি

বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এ্যালায়েন্সের প্রার্থী রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী ইউপিএর প্রার্থী মীরা কুমারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। ৭২ বছর বয়সী রামনাথ কোবিন্দ শতকরা ৬৬ ভাগ এবং মীরা কুমার শতকরা ৩৬ ভাগ ভোট পেয়েছেন। রামনাথ কোবিন্দ তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তিনি সমাজের নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশ এবং দেশের মানুষের কল্যাণে সর্বদাই নিয়োজিত থাকবেন। ১৯৯৭ সালে কে আর নারায়ণনের পর দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন আগামী ২৫ জুলাই। ১০ নম্বর আকবর রোড থেকে বিজয়ী ভাষণে নিজের প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কোবিন্দ। সেইসঙ্গে স্মরণ করলেন রাজনীতির আঙ্গিনায় তাঁর পূর্বসূরিদেরও। বললেন- এস রাধাকৃষ্ণণ, এপিজে আবদুল কালাম এবং প্রণব মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টদের পদচিহ্ন অনুসরণ করাটাও তাঁর কাছে সম্মানের বিষয়। উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার একটি ছোট্ট গ্রাম পারোক্ষে এক দলিত কোলি পরিবারে জন্ম নেন রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ হবেন উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতি। লক্ষণীয়, ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যটি থেকে দেশের মোট নয়জন প্রধানমন্ত্রী এসেছেন; কিন্তু মি. কোবিন্দের আগে এ রাজ্যের কেউ রাষ্ট্রপতি হননি। বিজেপিতে যোগদান করার আগে তিনি ১৯৭৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছেন। এবারের নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়েছে, যা এই নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আপনাকে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ কোবিন্দের জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকেই। সাংসদ থেকে বিভিন্ন রাজ্যের বিধায়কদেরও কোবিন্দকে ভোটদানের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। কোবিন্দকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী মীরা কুমারও। তবে সেইসঙ্গে তিনি বলেন, ‘এই কঠিন পরিস্থিতিতে সংবিধানের যথাযথ মর্যাদা রক্ষা করাটা যথেষ্ট চ্যালেঞ্জের।’ বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্র। দুটি দেশ একই সঙ্গে সার্ক, বিমসটেক, আইওরা এবং কমনওয়েলথের সাধারণ সদস্য। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরা রাজ্যে বাংলা ভাষা ব্যবহার হয়ে থাকে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দুই দেশের মধ্যে শক্তিশালী জোটের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের এক কোটি উদ্বাস্তুকে আশ্রয়দান ও স্বাধীনতা লাভের পর থেকেই ভারত-বাংলাদেশ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়। বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্ককে দ্বিপক্ষীয় সহযোগিতার রোল মডেল হিসেবে আখ্যায়িত করা চলে। এই তো সেদিন বাংলাদেশ-ভারত সম্পর্ককে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে আমাদের রাষ্ট্রপতি বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারত (বিবিআইএন) উদ্যোগসহ দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বহুমাত্রিক হচ্ছে। দেশবাসীর প্রত্যাশা, ভারতের নতুন রাষ্ট্রপতির সময়ে দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে।
×