ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসি অনূর্ধ-২৩ বাছাই

তাজিকিস্তানের কাছে বাংলাদেশের দুভার্গ্যরে হার

প্রকাশিত: ০৭:৫৪, ২২ জুলাই ২০১৭

 তাজিকিস্তানের কাছে বাংলাদেশের দুভার্গ্যরে হার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচে জর্দানের কাছে গোলবন্যায় প্লাবিত। দ্বিতীয় ম্যাচে ক্ষীণ আশা ছিল, তাজিকদের বিরুদ্ধে যদি ম্যাজিক দেখাতে পারে বাংলাদেশ যুব ফুটবল দল! সেটা তারা পেরেছিলও, প্রথমার্ধে এগিয়ে ছিল ১-০ গোলে। কিন্তু বিরতির পরেই সব প্রতিরোধ ভেঙ্গে পড়ে কাঁচের দেয়ালের মতো। বাংলাদেশ দল ১-৩ গোলে হেরে যায় তাজিকিস্তানের কাছে। শুক্রবার রাতে ফিলিস্তিনের হেবরনের দুরা স্টেডিয়ামে এএফসি অনূর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপের ম্যাচে এগিয়ে গিয়ে আশা জাগিয়েও বাংলাদেশের এই হার নিঃসন্দেহে দুভার্গ্যরে। প্রথম ম্যাচে বাজে হারে অর্ডের শিষ্যদের যে আত্মবিশ^াস তলানীতে গিয়ে ঠেকেছিল, শুক্রবার খেলার প্রথমার্ধে দারুণ খেলে সেটা যেন অনেকটাই উঠিয়ে নিয়েছিল লাল-সবুজরা। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার-অধিনায়ক সোহেল রানার গড়ানো শট বক্সের ভেতর এক তাজিক ডিফেন্ডারের গায়ে লেগে গতিপথ পরিবর্তন করে চলে যায় ফরোয়ার্ড সোহেল মিয়ার পায়ে। দেরি না করে তিনি তীব্র শটে বল জড়িয়ে দেন জালে (১-০)। উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল। প্রথমার্ধে এই স্কোর নিয়েই বিরতিতে যায় উভয় দল। অথচ দ্বিতীয়ার্ধেই পাল্টে যায় দৃশ্যপট। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাজিকরা। ৫৪ মিনিটে গোলদাতা সোহেল মিয়াকে তুলে নিয়ে সাদ উদ্দিনকে নামান কোচ এ্যান্ড্রু অর্ড। পরের মিনিটেই রক্ষণের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত আক্রমণে ঢোকা আমিরঝোন সাফারোভকে ডাইভ দিয়ে আটকাতে পারেননি গোলরক্ষক আনিসুর রহমান। সামনে থাকা তিন ডিফেন্ডারও পারেননি এই তাজিক ফরোয়ার্ডকে আটকাতে (১-১)। ৬৬ মিনিটে বাংলাদেশের ডি-বক্সের মধ্যে সাফারোভকে গোলরক্ষক আনিসুর ফাউল করলে পেনাল্টি পায় তাজিকিস্তান। নোজিম বাবাদজানোভের নেয়া শটটি আনিসুর ফেরালেও লাভ হয়নি। ফিরতি শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এগিয়ে নোজিম (২-১)। ৮৬ মিনিটে বক্সের ভেতর ডিফেন্ডার আবদুগফারভ ওইবেকের স্কয়ার ক্রস থেকে অনায়াসেই গোল করে বাংলাদেশের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডিফেন্ডার জইর জুরাবায়েভ (৩-১)। যুব বা বয়সভিত্তিক পর্যায়ে এই প্রথম তাজিকদের মুখোমুখি হলো বাংলাদেশ। প্রথম সাক্ষাতেই হতাশার হারের স্বাদ পাওয়া বাংলাদেশ দলের এই আসর থেকে বিদায়ঘণ্টা বেজে গেল। যদিও গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি খেলা বাকি আছে তাদের, আগামী ২৩ জুলাই খেলবে স্বাগতিক ফিলিস্তিনের বিরুদ্ধে।
×