ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বিমসটেক’ চলচ্চিত্র উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৭:১৯, ২২ জুলাই ২০১৭

‘বিমসটেক’ চলচ্চিত্র উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় প্রথম ‘বিমসটেক’ (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ শনিবার। ‘বিমসটেক’র ২০ বছর উদ্যাপনের অংশ হিসেবে এ উৎসবের সহযোগিতায় রয়েছে রেইনবো চলচ্চিত্র সংসদ। উদ্বোধনী দিন দুপুর ২টায় দেখানো হবে হুমায়ূন আহমেদের কাহিনী অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অনিল বাগচির একদিন’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। গুলশান-২-এর বিমসটেক সচিবালয়ে বেলা ১১টায় পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ‘বিমসটেক’র সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত সুমিত নাকানদালা। এ উপলক্ষে বিমসটেক কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন হয়। এতে জানানো হয়, ‘বিমসটেক’ অধিভুক্ত সাতটি দেশের মোট ১৬টি চলচ্চিত্র প্রদর্শীত হবে এ উৎসবে। এর মধ্যে বাংলাদেশের চারটি (অনিল বাগচীর একদিন, আয়নাবাজি, বাপজানের বায়োস্কোপ ও অজ্ঞাতনামা), ভারতের চারটি, মিয়ানমারের দুটি, নেপালের দুটি, থাইল্যান্ডের দুটি, শ্রীলঙ্কার একটি এবং ভুটানের এটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোট তিনটি করে প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট ‘বিমসটেক’র সদস্য দেশ হচ্ছেÑ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, নেপাল ও মিয়ানমার। বিমসটেক’র সদর দফতর ঢাকায় অবস্থিত। এর মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গপোসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। আগামী ২৬ জুলাই পর্যন্ত এ উৎসব চলবে।
×