ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক ‘প্যারিসের চিঠি’

প্রকাশিত: ০৭:১৭, ২২ জুলাই ২০১৭

চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক ‘প্যারিসের চিঠি’

সংস্কৃতি ডেস্ক ॥ চ্যানেল আই এবার তার দর্শকদের জন্য নির্মাণ করেছে ধারাবাহিক নাটক ‘প্যারিসের চিঠি’। ফারুক আহমেদের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন ‘লালটিপ’খ্যাত চলচ্চিত্র নির্মাতা স্বপন আহমেদ। স্বপ্নের দেশ প্যারিসে চিত্রায়িত এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেরা নাচিয়ে হৃদি, সামিয়া অথৈ, আলভি, ইমন, সোহেল খান, সাব্বির আহমেদ, এনাটল প্রমুখ। নাটকটি আজ শনিবার ও রবিবার রাত ৭-৫০ মিনিটে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে- শোভনের মামা প্যারিসে থাকে। বন্ধুদের কাছে তাই তার আলাদা কদর। মামার পরামর্শে শোভন জীবনে সফল হতে চেষ্টা করে। মডেল, অভিনেতা, ক্রিকেটার, সঙ্গীতশিল্পী হতে গিয়ে বন্ধুদের পরামর্শে পরিকল্পনামাফিক সে বিফল হয়। বাধ্য হয়েই তার সাদেক মামা তাকে এক দালালের মাধ্যমে নিয়ে যায় প্যারিসে। প্যারিসে গিয়ে অবৈধ হয়ে যায় শোভন। মামার পরামর্শে বান্ধবী খুঁজতে থাকে। এমনই এক সময়ে বাঙালী এক মেয়ের প্রেমে পড়ে শোভন। মেয়েটির নাম হৃদি, পেশায় ফ্যাশন ডিজাইনার। পেশাগত কারণে তার ৩ জন ছেলে বন্ধু রয়েছে। প্রবাসের শোভন আর হৃদির আনন্দ-বেদনার দিনগুলোর ছোট ছোট গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকে।
×