ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে জুয়ার আসরে আগুন ॥ আটক ৩৪

প্রকাশিত: ০৬:৪৯, ২২ জুলাই ২০১৭

গাজীপুরে জুয়ার আসরে আগুন ॥ আটক ৩৪

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগ ও র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে দেয়া হয়েছে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বহুল আলোচিত জুয়া-হাউজি ও অশ্লীল নৃতের প্যান্ডেল। এ সময় জুয়া ও অশ্লীল নৃতের সঙ্গে জড়িত থাকার অপরাধে হাতেনাতে ৩৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আটককৃতদের মধ্যে ২১ পুরুষ ও ১৩ নারী রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলামের নেতৃত্বে ও র‌্যাবের সহযোগিতায় ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকালে র‌্যাব-১, পোড়াবাড়ী গাজীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার মোঃ মহিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হোতাপাড়া এলাকায় জুয়া ও অশ্লীল নৃত্যের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। র‌্যাবের অংশগ্রহণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিতিতে অভিযানকালে ৩৪ জনকে আটক ও জুয়ায় ব্যবহৃত ১৯টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ৮৯ হাজার ২৫৪ টাকা জব্দ করা হয়। সাতক্ষীরায় বিদ্যুত স্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আরিফ হোসেন (২৮)। তিনি কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের ইউপি সদস্য আছাদুজ্জামানের ছোট ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। কলারোয়া পৌর মেয়র আক্তারুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টার দিয়ে নিজ বাড়িতে পানির লাইনের মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। রূপগঞ্জে চালক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিক্সা) চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চালক রোবেল হোসেন (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
×