ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০

প্রকাশিত: ০৬:৪৯, ২২ জুলাই ২০১৭

মানিকগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২১ জুলাই ॥ মানিকগঞ্জ পৌর এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অধর্শত ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ঐ পাগলা কুকুরের হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে শহরের মানুষজন। চিকিৎসা দিতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। আহতরা জানান, শুক্রবার দুপুরের দিকে কালো রঙের একটি পাগলা কুকুর শহরের বেউথা এলাকায় অতর্কিত ২০/২৫ জনকে কামড়ে দেয়। বুঝে ওঠার আগেই কুকুরটি সবার পায়ে কামর দিয়ে ক্ষত করে দেয়। জনতার ধাওয়া খেয়ে কুকুরটি সরকারী দেবেন্দ্র কলেজ চত্বর, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকায় আরও অনেককে কামড়ায়। বাসস্ট্যান্ড এলাকা থেকে ধাওয়া দিলে কুকুরটি জয়রা এলাকায় গিয়ে সেখানেও বেশ কয়েকজনকে কামড়িয়ে আহত করে পালিয়ে যায়। এর পর ঐ এলাকার লোকজন কুকুরটিকে অনেক খোঁজাখুঁজি করে হদিস করতে পারেনি। মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, আদালতের নির্দেশ থাকার কারণে তারা বেওয়ারিশ কুকুর নিধন করতে পারছেন না।সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কুকুরের কামড়ে আহত অধর্শত মানুষ মানিকগঞ্জ সদর হাসপাতালে এসেছে। বাউফলে সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপণ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ জুলাই ॥ বাউফল উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধনের জন্য দেড় শতাধিক কৃষ্ণচূড়া গাছের চারারোপণ করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ চারাগুলো রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা মোতালেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার উপস্থিত থেকে চারাগুলো রোপণ করেন।
×